এক্সপ্লোর
Advertisement
Amazon Online Academy: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশিক্ষণে অনলাইন আকাডেমি চালু করল আমাজন ইন্ডিয়া
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রশিক্ষণে অনলাইন আকাডেমি চালু করল অ্যামাজন ইন্ডিয়া। বুধবার ই-কমার্স কোম্পানির পক্ষ থেকে দেশের কলেজে ভর্তির অন্যতম প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষার জন্য এই অনলাইন আকাডেমি নিয়ে আসার কথা বুধবার জানানো হয়েছে। কোভিড-১৯ অতিমারির এই সময়ে ভার্চুয়াল লার্নিংয়ের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে পা রাখতেই এই আকাডেমি চালুর সিদ্ধান্ত নিয়েছে আমাজন ইন্ডিয়া।
ব্যাঙ্গালোর: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রশিক্ষণে অনলাইন আকাডেমি চালু করল অ্যামাজন ইন্ডিয়া। বুধবার ই-কমার্স কোম্পানির পক্ষ থেকে দেশের কলেজে ভর্তির অন্যতম প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষার জন্য এই অনলাইন আকাডেমি নিয়ে আসার কথা বুধবার জানানো হয়েছে। কোভিড-১৯ অতিমারির এই সময়ে ভার্চুয়াল লার্নিংয়ের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে পা রাখতেই এই আকাডেমি চালুর সিদ্ধান্ত নিয়েছে আমাজন ইন্ডিয়া।
" আমাজন আকাডেমি (Amazon Academy)" ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন অ্যাপ হিসেবে পাওয়া যাবে। এতে থাকবে পড়াশোনার সামগ্রী, লাইভ লেকচার ও পর্যালোচনার ব্যবস্থা। এভাবে এর মাধ্যমে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (JEE)-র জন্য প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা মিলবে পড়ুয়াদের। এই পরীক্ষার মাধ্যমে দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সুযোগ পাওয়া যায়।
এই প্ল্যাটফর্মের বিষয়বস্তু এখন নিখরচায় পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকমাস তা নিখরচাতেই পাওয়া যাবে। অ্যামাজন ইন্ডিয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
প্রতি বছর প্রায় ২০ লক্ষ পড়ুয়া আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি ভর্তি হতে সরকার পরিচালিত জেইই-তে বসেন। এই পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুয়াদের অধিকাংশই প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা করেন। এ ধরনের বেশিরভাগ টিউশন কেন্দ্র চলতি অতিমারী পরিস্থিতিতে হয় অনলাইন ক্লাস চালু করেছে, নাহলে বন্ধ হয়ে গিয়েছে।
ভারতে অনলাইন শিক্ষার রমরমা বাড়ছে। অতিমারীর সময় স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সময় থেকে এর আরও প্রসার হয়েছে।
এ ব্যাপারে বিশেষক্ষ এক কনসালটেন্সির হিসেব অনুযায়ী, ২০২২-এর মধ্যে ভারতে প্রথম থেতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন শিক্ষার বাজার ছয় গুণ বেড়ে হবে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার।
ইন্ডিয়ান প্রাইভেট ইকুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন ও পিজিএ ল্যাবসের তথ্য অনুযায়ী, ইউনাকাডেমি, বেদান্তু ও অগ্রগন্য বিওয়াইজেইউ সহ ভারতীয় এড-টেক স্টার্টআপ ২০২০-তে বেড়েছে ২.২২ বিলিয়ন ডলার। এক বছর আগের তুলনায় এর পরিমাণ চারগুণ বেশি। মার্কিন লগ্নি সংস্থা টাইগার গ্লোবালের সাহায্যপুষ্ট বিওয়াইজেইউ, সফটব্যাঙ্ক সাহায্যপ্রাপ্ত ইউনাকামেডি গত বছর সবচেয়ে বেশি মূলধন বাড়িয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement