(Source: ECI/ABP News/ABP Majha)
Anti-Paper Leak Law: পরীক্ষায় প্রশ্ন ফাঁস-জালিয়াতি রুখতে কড়া আইন! কতটা শাস্তির বিধান নয়া আইনে?
Exam Scam in India: ফেব্রুয়ারি মাসে এই আইন পাশ করায় কেন্দ্র। তারপর বাকি কাজ চলছিল। পরীক্ষা দুর্নীতি নিয়ে অভিযোগে মাঝেই এল বিজ্ঞপ্তি।
কলকাতা: নিটে ভয়াবহ দুর্নীতির (NEET Scam Row) অভিযোগ। প্রশ্ন ফাঁসের ঘটনায় বাতিল হয়েছে UGC-NET, শুক্রবার অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে CSIR-NET-ও। NEET এবং বাকি প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে যে দোলাচল ও দুর্নীতির ঘটনা সামনে এসেছে, সেই আবহেই প্রশ্নফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে আনা আইনে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় সরকার। গত ফেব্রুয়ারিতে প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে এই আইন পাশ করেছিল কেন্দ্র।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan) যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানেও এই প্রসঙ্গ তুলেছিলেন তিনি। যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের কড়া শাস্তি হবে বলে আশ্বাসও দিয়েছিলেন। এই আইনের মাধ্যমেই তাঁদের শাস্তির ব্যবস্থা হবে কি না সেই কথা অবশ্য স্পষ্ট জানাননি। তিনি জানিয়েছিলেন, আইনমন্ত্রক এর রুল ফ্রেম (rule frame) করছে। তারপর শুক্রবারই এই আইনের বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হল।
এই আইনের নাম- 'The Public Examinations (Prevention of Unfair Means) Act 2024' - UPSC থেকে SSC, NEET থেকে CUET- এমন সব পরীক্ষায় যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে সেই লক্ষ্য়েই এমন কড়া আইন আনা হয়েছে।
যাঁদের কাছে খবর ছিল এমন অপরাধ হতে চলেছে কিন্তু অভিযোগ করা হয়নি, তাঁকে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
তদন্তের সময় যদি দেখা যায়, পরিষেবা যাঁরা দিচ্ছেন সেখানকার কোনও উচ্চপদস্থ কর্মী বা অফিসার এই দুর্নীতিতে সরাসরি যুক্ত বা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন তাহলে তাঁদের অন্ততপক্ষে ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা জরিমানা করা যাতে পারে।
Centre notifies Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024, amid row over NEET, UGC-NET exams
— Press Trust of India (@PTI_News) June 21, 2024
গত ফেব্রুয়ারিতে যখন এই আইন The Public Examinations (Prevention of Unfair Means) Act 2024 পাশ হয়েছিল, তখন সেই সময়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছিলেন, এই আইনের অধীনে কোনও পড়ুয়া বা পরীক্ষার্থীকে ফেলা হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সরকারি চাকরি না করেও সহজেই হাতে পাবেন পেনশন! কী উপায়?
Education Loan Information:
Calculate Education Loan EMI