IDBI JAM Admit Card 2025: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, কবে পরীক্ষা? হল টিকিট পাবেন কীভাবে?
Bank Job News: মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। সময় ১২০ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। মোট চারটি পর্যায় থাকবে। মোট ৬৭৬টি শূন্যপদ রয়েছে।

IDBI JAM Admit Card 2025: আইডিবিআই ব্যাঙ্ক জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার Grade O পদে নিয়োগ করতে চলেছে। আগামী ৮ জুন হবে তারই পরীক্ষা। ইতিমধ্যেই হল টিকিট প্রকাশ করেছে আইডিবিআই ব্যঙ্ক কর্তৃপক্ষ। যাঁরা পরীক্ষায় বসতে চলেছেন, তাঁদের ৮ জুনের মধ্যে এই হল টিকিট ডাউনলোড করে নিতে হবে। আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in - এখান থেকে হল টিকিট ডাউনলোড করা যাবে। মোট ৬৭৬টি শূন্যপদ রয়েছে। ইংরেজি ছাড়াও হিন্দি ভাষাতেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আইডিবিআই ব্যাঙ্ক জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার Grade O পদে নিয়োগের পরীক্ষা
মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। সময় ১২০ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। মোট চারটি পর্যায় থাকবে।
১। লজিকাল রিজনিং, ডেটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন। এখানে ৬০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। অর্থাৎ মোট ৬০ নম্বরের পরীক্ষা। এর জন্য সময় ৪০ মিনিট।
২। ইংরেজি ভাষা- এখানে ৪০টি প্রশ্ন থাকবে ১ নম্বরে করে। অর্থাৎ মোট ৪০ নম্বরের পরীক্ষা, সময় ২০ মিনিট।
৩। কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড- এখানেও থাকবে ৪০টি প্রশ্ন। প্রতি প্রশ্নে ১ নম্বর করে থাকবে। অর্থাৎ মোট ৪০ নম্বরের পরীক্ষা। সময় ৩৫ মিনিট।
৪। জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়েয়ারনেস/ কম্পিউটার/আইটি - মোট ৬০টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে ১ নম্বর করে। মোট ৬০ নম্বরের এই পরীক্ষার জন্য সময় ২৫ মিনিট।
ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং হবে। একটা ভুল উত্তরের জন্য ওই প্রশ্নে থাকা নম্বরের ১/৪ অর্থাৎ ০.২৫ নম্বর বাদ যাবে।
আইডিবিআই ব্যাঙ্ক জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার Grade O পদে নিয়োগের পরীক্ষার হল টিকিট বা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন
- প্রথমে আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in - এখানে ঢুকতে হবে।
- এবার কেরিয়ার লিঙ্কে ক্লিক করে যেতে হবে কারেন্ট ওপেনিং লিঙ্কে।
- এরপর Recruitment of Junior Assistant Manager (JAM) Grade 'O' : 2025-26 লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
- এবার কল লেটার ডাউনলোড করার লিঙ্কে ক্লিক করতে হবে।
- নিজের ক্রেডেন্সিয়াল দিয়ে লগ-ইন করতে হবে এবং সাবমিট করতে হবে।
- স্ক্রিনে ভেসে উঠবে আপনার অ্যাডোমিট কার্ড। ভালভাবে সব খুঁটিয়ে দেখে নিন।
- এরপর এই হল টিকিট ডাউনলোড করে নিন এবং সুবিধার জন্য একটা প্রিন্ট আউট করিয়ে রেখে দিন নিজের কাছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















