Dress Code: জিন্স, টি-শার্ট নিষিদ্ধ, বন্ধ নাচ-গান; সরকারি শিক্ষকদের জন্য কড়া নির্দেশ এই রাজ্যের
Bihar Govt School Teachers: ড্রেস কোডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে স্কুল শিক্ষকদের। শুধু তাই নয়, রিল বানানো, স্কুলে নাচ-গান করা কিংবা ডিজে চালানোর উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Bihar Education Ministry: গত বুধবার বিহারের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন অর্ডার এসেছে সরকারি স্কুলের শিক্ষকদের জন্য। সরকারি স্কুলের শিক্ষকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা কোনোভাবেই স্কুলে জিন্স, টি-শার্ট পরে না আসেন। ড্রেস কোডে (Dress Code) নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে স্কুল শিক্ষকদের। শুধু তাই নয়, রিল বানানো, স্কুলে নাচ-গান করা কিংবা ডিজে (Bihar Education Policy) চালানোর উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় শিক্ষা মন্ত্রক কী জানিয়েছে ?
বিহারের শিক্ষা মন্ত্রক জানিয়েছে, ফর্মাল পোশাক পরেই সরকারি শিক্ষকদের স্কুলে আসতে হবে। শিক্ষা মন্ত্রকের ডিরেক্টর তথা উপ-সচিব সুবোধ কুমার চৌধুরী বুধবার সমস্ত জেলার এডুকেশন অফিসারকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন এবং সেখানে এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে আসছেন ইনফর্মাল পোশাক পরে, জিন্স, টি-শার্ট পরে যা অফিস সংস্কৃতির বিরোধী। এছাড়াও স্কুল চত্বরের মধ্যেই নাচ, রিল বানানো, ডিজে, ডিস্কো ইত্যাদি নিম্নমানের কর্মসংস্কৃতির চর্চা চলছে। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে এই রিল বানানো চরম পর্যায়ে পৌঁছেছে।
শিক্ষকদের সতর্ক করা হয়েছে
উপ-সচিব সুবোধ কুমার চৌধুরী জানিয়েছেন যে, স্কুল চত্বরের মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এহেন আচরণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে বিরূপ প্রভাব ফেলে যা আর কোথাও কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হবে না। নিয়মনিষ্ঠ এবং পরিশীলিত নাচ-গানের অনুষ্ঠান বিশেষ কোনো দিনে অনুমোদন পাবে, যা কিনা শিক্ষাবর্ষের মধ্যে রয়েছে। সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই নিয়ম কার্যকর করতে কোনো দেরি না করেন। এর পরেও যদি এমন কোনো ভুল-ত্রুটি দেখতে পাওয়া যায়, তাহলে সেই সমস্ত শিক্ষকদের উপর কড়া পদক্ষেপ নেওয়া হবে।
বিহারের প্রাক্তন শিক্ষা দফতরের উপমুখ্য সচিব কে কে পাঠক শিক্ষকদের স্কুলে জিন্স টি-শার্ট পরে আসাতেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি সমস্ত শিক্ষক ও আধিকারিকদের জানিয়েছেন যাতে ফর্মাল পোশাক পরেই সবাই স্কুলে আসেন। স্কুলে এসে রিলও বানান অনেক শিক্ষকই। সম্প্রতি স্কুলে এক মহিলা শিক্ষকের নাচের ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। তবে কোথায় এবং কখন এই ভিডিয়ো বানানো হয়েছে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে দাবি করা হচ্ছে বিহার থেকেই এই ভিডিয়োটি বানানো হয়েছে। সম্প্রতি এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে শিক্ষা মন্ত্রক।
আরও পড়ুন: Work Culture: টাকা ছাড়াই করতে হবে ওভারটাইম ! প্রথম দিনেই চাকরি ছাড়ল কর্মী
Education Loan Information:
Calculate Education Loan EMI