Bihar TET: দুর্নীতির ভরা আবহে এই রাজ্যটিতে স্থগিত TET
Bihar TET Postponed: নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। এই আবহে পড়শি রাজ্যে স্থগিত করে দেওয়া হল শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট।
Bihar TET Postponed: নিট ইউজি ও নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই আবহে সিএসআইআর পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এবারে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের তরফে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষাও স্থগিত করে দেওয়া হল। আগামী ২৬ জুন থেকে ২৮ জুন টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিহার শিক্ষা দফতরের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, অনিবার্য কারণে টেট পরীক্ষা আপাতত স্থগিত করে দেওয়া হল। শীঘ্রই পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।
নিট ও নেট পরীক্ষায় দুর্নীতিতে বিহারের নাম
নিট ও নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় গোটা দেশ। নেটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা প্রথম জানিয়েছেন ন্যাশনাল সাইবার ক্রাইম ব্যুরো। তার পরেই ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেয়। বাতিল হওয়া নেট পরীক্ষা পরে কবে হবে তা এখনও জানানো হয়নি।
দুর্নীতির ভরা মরসুম বিহারে
ইতিমধ্যে পরীক্ষার মধ্যে দুর্নীতির তদন্ত সিবিআই-এ হাতে তুলে দেয় কেন্দ্র। সেই তদন্তেই উঠে এসেছিল বিহারের নাম। দেখা যায়, বিহারের হেভিওয়েটদের ঘনিষ্ঠরা এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। এছাড়াও, বিহারের বেশ কয়েকজন পড়ুয়া ও তাদের বাবাকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে তাদের বয়ানের যে রেকর্ড পাওয়া গিয়েছে, তা রীতিমতো বিষ্ফোরক। অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে দুর্নীতির ভরা মরসুম বিহারে। আর তার মাঝেই বিহার শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিল।
কেন স্থগিত করা হল পরীক্ষা ?
বিহার শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, দুটো পরীক্ষা একই দিনে পড়েছে। তাই একটি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিহার শিক্ষা দফতর। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দিনেই রয়েছে রাজ্য পিএসসি পরীক্ষা। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় যাতে কোনও বিঘ্ন না হয়, তার জন্যই টেট পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। জানানো হয়েছে, এর পিছনে প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতি সম্পর্কিত কোনও কারণ নেই। প্রসঙ্গত, বিহারে ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত টেট পরীক্ষা হওয়ার কথা। অন্যদিকে ২৮ ও ২৯ জুন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হেডমাস্টার নিয়োগের পরীক্ষা হওয়ার কথা। এই কারণেই স্থগিত করা হল টেট।
আরও পড়ুন - NEET UG Scam Row: রবিবার NEET পরীক্ষা গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ পরীক্ষার্থীর, ৭ কেন্দ্রে কড়া নিরাপত্তা NTA-র
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI