BSF Recruitment 2024: BSF-এ চাকরির সুযোগ! ঢালাও নিয়োগ! কত বেতন?
Recruitment News: গ্রুপ বি ও গ্রুপ সি-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপত্র জমা শুরু হয়েছে ১৯ মে থেকে।
কলকাতা: কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের - অংশ বিএসএফ (Border Security Force)-এ চাকরির সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে BSF-এর তরফে। গ্রুপ বি ও গ্রুপ সি-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করার জন্য় অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in. - এখানে যেতে হবে।
১৯মে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জুন। মোট ১৪৪টি শূন্যপদ রয়েছে।
Assistant Sub Inspector ASI (Physiotherapist) -
শূন্যপদ - ৪৭
যোগ্যতা: ফিজিওথেরাপিতে ডিগ্রি/ডিপ্লোমা সহ বিজ্ঞান স্ট্রিমে দ্বাদশ শ্রেণি পাস
এবং ৬ মাসের অভিজ্ঞতা।
বয়স সীমা: ২০-২৭ বছর
Assistant Sub Inspector (ASI) lab
শূন্যপদ - ৩৮
যোগ্যতা: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা সহ বিজ্ঞান স্ট্রিম সহ ১০+২ স্তর।
বয়স সীমা: আবেদনকারীদের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
Inspector Librarian-
শূন্যপদ - ২
যোগ্যতা: ২ বছরের অভিজ্ঞতা সহ ভারতের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ৩০ বছর বা তার কম হতে হবে।
Sub-inspector SI Staff Nurse
শূন্যপদ- ১৪
যোগ্যতা: জেনারেল নার্সিং-এ ডিগ্রি/ডিপ্লোমা সহ ১০+২ (ইন্টারমিডিয়েট পরীক্ষা)।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
Sub Inspector SI Vehicle Mechanic
শূন্যপদ - ৩
যোগ্যতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিগ্রি/ডিপ্লোমা।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ৩০ বছর বা তার কম হতে হবে।
Constable Technical (OTRP, SKT, Fitter, Carpenter, Auto Elect, Veh Mech, BSTS)
শূন্যপদ- ৩৪
যোগ্যতা: আইটিআই শংসাপত্র সহ দশম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা: আবেদনকারীদের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
Head Constable (veterinary)
শূন্য়পদ- ৪
যোগ্যতা: ১-বছরের ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট কোর্স এবং ১ বছরের অভিজ্ঞতা সহ ১০+২ (ইন্টারমিডিয়েট পরীক্ষা)।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছর হতে হবে।
Constable Kennelman
শূন্যপদ- ২
যোগ্যতা: দশম শ্রেণি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?
Education Loan Information:
Calculate Education Loan EMI