Job News: অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে কানাড়া ব্যাঙ্ক, কতদিনের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং? মাসে পাবেন কত টাকা?
Jobs And Recruitments: ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকলে (১ সেপ্টেম্বর, ২০২৫) আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।

Job News: আপ্রেন্টিসশিপের জন্য নিয়োগ করতে চলেছে কানাড়া ব্যাঙ্ক। স্নাতক ডিগ্রি থাকলেই কানাড়া ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ১২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ৩৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে কানাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত ২৩ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। এখনও যাঁরা আবেদন করেননি, তাঁরা আবেদন করতে পারেন অনলাইনে। কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ১২ মাসের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে কানাড়া ব্যাঙ্কে।
কারা আবেদন করতে পারবেন দেখে নিন একনজরে
আবেদনকারীদের বয়স - ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকলে (১ সেপ্টেম্বর, ২০২৫) আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা - যেকোনও বিষয়ে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক ডিগ্রি পেয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন কানাড়া ব্যাঙ্কের এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য। ১ জানুয়ারি ২০২২ থেকে ১ সেপ্টেম্বর ২০২৫- এর মধ্যে ডিগ্রি পেতে হবে আবেদনকারীকে।
যাঁরা এর আগে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং নিয়েছেন অথবা স্নাতক হওয়ার পর এক বছরের বেশি চাকরি করার অভিজ্ঞতা রয়েছে, তাঁরা কানাড়া ব্যাঙ্কের এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন না।
কানাড়া ব্যাঙ্কে স্নাতক ডিগ্রি থাকা আবেদনকারীরা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে কত টাকা বৃত্তি পাবেন, কতদিন ধরে চলবে ট্রেনিং
নির্বাচিত হওয়া অ্যাপ্রেন্টিসরা এক বছরের ট্রেনিং করলে মাসে পাবেন ১৫ হাজার টাকা। এর মধ্যেই ব্যাঙ্কের অনুদান এবং সরকারি ভর্তুকি থাকবে। ব্যাঙ্কের কর্মীদের মতো পিএফ, ইএসআই অথবা গ্র্যাচুইটি পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে না অ্যাপ্রেন্টিসদের।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
রাজ্য অনুযায়ী শর্টলিস্ট করা হবে আবেদনকারীদের। দ্বাদশ শ্রেণিতে কত নম্বর পেয়েছেন অথবা কী ডিপ্লোমা নম্বর রয়েছে, তার ভিত্তিতে তৈরি হবে আবেদনকারীদের মেধাতালিকা। শর্টলিস্ট হওয়া আবেদনকারীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা নেওয়ার জন্য।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, দেখে নিন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। বাকিদের দিতে হবে ৫০০ টাকা যা ফেরতযোগ্য নয়। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআই- এর মাধ্যমে অনলাইনেই টাকা জমা দিতে হবে আবেদনকারীকে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















