CBSE Board Result 2025: শীঘ্রই প্রকাশ পাবে সিবিএসই-র বোর্ড পরীক্ষার ফলাফল; ডিজিলকারে কীভাবে দেখবেন স্কোরকার্ড ?
CBSE Board Results: সিবিএসই এই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল একবার প্রকাশ করে দিলে সকল পড়ুয়ারা ঘরে বসেই ডিজিলকারে তাদের নিজেদের স্কোরকার্ড দেখতে পাবেন।

CBSE Board Exam: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে সিবিএসইর তরফে খুব শীঘ্রই দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে যদিও এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি সিবিএসই (CBSE Board Result)। তবে আন্দাজ করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে শেষ দিকের মধ্যেই ফলাফল প্রকাশ করবে সিবিএসই। এই বছর সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আয়োজিত হয়েছিল ১৮ মার্চ থেকে এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আয়োজিত হয়েছিল ৪ এপ্রিল থেকে।
সিবিএসই এই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল একবার প্রকাশ করে দিলে সকল পড়ুয়ারা ঘরে বসেই ডিজিলকারে তাদের নিজেদের (CBSE Board Result) স্কোরকার্ড দেখতে পাবেন। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in থেকে আপনি সহজেই এই স্কোরকার্ড দেখতে পাবেন।
আগের বছরগুলিতে কবে কবে প্রকাশ পেয়েছিল ফলাফল
২০২২ সালে সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল ২২ জুলাই তারিখে।
২০২৩ সালে এই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল ১২ মে তারিখে।
গত বছর ২০২৪ সালে সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল ১৩ মে তারিখে।
ফলে আন্দাজ করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি এই ফলাফল প্রকাশ পাবে।
কীভাবে দেখবেন এই ফলাফল
প্রথমেই আপনাকে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে cbse.gov.in-এ।
তারপর সেই ওয়েবসাইটেই দুটি আলাদা আলাদা ট্যাব থাকবে CBSE 10th Result 2025 এবং CBSE 12th Result 2025 নামে।
এই ট্যাবে ক্লিক করে নিজের রোল নম্বর, জন্মতারিখ, নিরাপত্তা কোড বসালেই আপনার ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে।
এটা ডাউনলোড করে প্রয়োজনে হার্ডকপি প্রিন্ট আউট করে রাখতে পারেন।
ডিজিলকারে কীভাবে দেখবেন ফলাফল
আপনার ফোনে বা কম্পিউটারের ব্রাউজার খুলে ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-এ যেতে হবে প্রথমে।
দশম শ্রেণি নাকি দ্বাদশ শ্রেণি তা লিখতে হবে।
স্কুলের কোড, রোল নম্বর, ৬ অঙ্কের সিকিউরিটি পিন যা স্কুল থেকে দেওয়া হয়েছে পড়ুয়াদের তা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই ডিজিলকার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।
এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গেলে ডকুমেন্ট বিভাগেই সিবিএসই-র বোর্ড পরীক্ষার ফলাফল বা স্কোরকার্ড পেয়ে যাবেন আপনি।
গত বছর ২০২৪ সালে সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ২২ লক্ষ ৫১ হাজার ৮১২ জন পড়ুয়া। এদের মধ্যে পরীক্ষা দিয়েছিল ২২ লক্ষ ৩৮ হাজার ৮২৭ জন, পাশ করেছিল ২০ লক্ষ ৯৫ হাজার ৪৬৭ জন পড়ুয়া। অর্থাৎ গত বছর ৯৩.৬০ শতাংশ জন পড়ুয়া বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
