CBSE CTET Model Question Paper প্রকাশিত, কীভাবে দেখবেন এই পেপার ?
CTET 2021-এর ক্ষেত্রে দুই ধরনের প্রশ্নপত্র থাকবে। যারা ক্লাস (১-৫) পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে চাইবেন তাদের জন্য একটি প্রশ্নপত্র থাকবে। বাকিদের জন্য থাকবে ২ নম্বর প্রশ্নপত্র।

নয়াদিল্লি: প্রকাশিত হল CBSE সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট Central Teacher Eligibility Test (CTET)-এর মডেল প্রশ্নপত্র। ২০২১ সালের ডিসেম্বর ও ২০২২ সালের জানুয়ারিতে হবে এই পরীক্ষা। চাকরিপ্রার্থীরা CTET-এর অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে মডেল প্রশ্নপত্র দেখতে পারবেন।
CBSE-র অধীনে পরিচালিত হবে এই CTET 2021 পরীক্ষা। আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে চলেছে এই পরীক্ষা। যা চলবে ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত।
CTET 2021-এর প্রশ্নপত্রের ধরন
CTET 2021-এর ক্ষেত্রে দুই ধরনের প্রশ্নপত্র থাকবে। যারা ক্লাস (১-৫) পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে চাইবেন তাদের জন্য একটি প্রশ্নপত্র থাকবে। ২ নম্বর প্রশ্নপত্র তাদের জন্য, যারা ক্লাস (৫-৮)-এর ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য পরীক্ষায় বসবেন।যারা এই দুই গ্রুপের টিচার হতে চাইবেন তাঁদের দুই গ্রুপের পরীক্ষায় বসতে হবে।
CTET 2021
শিক্ষক নিয়োগের জন্যই এই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট হয়ে থাকে। প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষকতা করার জন্য এই পরীক্ষায় আবেদন করেন বহু চাকরিপ্রার্থী। দুটি ভাগে এই পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে ১-৫ শ্রেণির জন্য একটা প্রশ্নপত্র ও ৬-৮ শ্রেণির জন্য আরেকটা প্রশ্নপত্র হয়। সদ্য প্রকাশিত এই মডেল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তার আন্দাজ করতে পারবেন পরীক্ষার্থীরা। সেই অনুযায়ী পরীক্ষায় বসার প্রস্তুতি নেবেন তাঁরা।
আরও পড়ুন : SBI SCO Recruitment 2021: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, ম্যানেজার-এক্জিকিউটিভ পদে নিয়োগ শুরু
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
