CBSE: এই নথি ছাড়া এবার থেকে বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না দশম-দ্বাদশের শিক্ষার্থীরা ! বড় ঘোষণা CBSE-র
APAAR ID: সিবিএসই জানিয়েছে স্কুলগুলির পাঠানো এলওসিতে যাদের নাম অন্তর্ভুক্ত থাকবে কেবল তারাই বোর্ড পরীক্ষায় বসতে পারবেন।

CBSE Rule: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা সম্পর্কে নয়া নিয়ম জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখন থেকে এই বোর্ড পরীক্ষায় বসতে হলে শিক্ষার্থীদের অপার আইডি (APAAR ID) থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীর এই ডিজিটাল আইডি নেই, তারা বোর্ড পরীক্ষায় বসতে পারবেন না। এই নির্দেশটি সিবিএসই কর্তৃক সমস্ত স্কুলগুলিতে পাঠানো নির্দেশিকার মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এই নির্দেশ মেনেই সমস্ত স্কুলকে বোর্ডের কাছে পরীক্ষার্থীদের তালিকা জমা দিতে হবে।
প্রতি বছর বোর্ড পরীক্ষা পরিচালনা করার আগে স্কুলগুলিকে তাদের শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য পাঠাতে হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে। এই তথ্যের ভিত্তিতেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রস্তুত হয় এবং পরীক্ষার প্রক্রিয়া নির্ধারণ করা হয়।
কখন ও কীভাবে এলওসি জমা দেওয়া হবে
বোর্ডের তরফে সমস্ত স্কুলকে ২৯ অগাস্ট থেকে শুরু করে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যেই অনলাইন মোডে এলওসি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যারা ৩ থেকে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেরিতে এই তালিকা জমা দেবে তাদের লেট ফি জমা দিয়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বোর্ড স্পষ্টভাবে বলেছে যে এলওসি এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ একই হবে অর্থাৎ সময়মত ফর্ম এবং ফি উভয়ই জমা দিতে হবে।
সিবিএসই জানিয়েছে স্কুলগুলির পাঠানো এলওসিতে যাদের নাম অন্তর্ভুক্ত থাকবে কেবল তারাই বোর্ড পরীক্ষায় বসতে পারবেন। তাই স্কুলগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শিক্ষার্থীদের নাম, লিঙ্গ, বয়স, জন্মতারিখ, বিভাগ, অভিভাবকের নাম সাবধানে ভাল করে যাচাই করে নিয়ে তবেই তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং বোর্ডের পোর্টালে জমা করেন।
কেন বাধ্যতামূলক করা হয়েছে অপার আইডি ?
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এবার থেকে প্রার্থীদের তালিকার সঙ্গে অপার আইডি সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপার আইডি হল ভারত সরকার কর্তৃক চালু করা একটি ১২ অঙ্কের সংখ্যার ডিজিটাল পরিচয়পত্র যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ অ্যাকাডেমিক রেকর্ড ডিজিটালভাবে নথিভুক্ত রাখা হবে।
এই আইডির অধীনে শিক্ষার্থীদের মার্কশিট, ডিগ্রি, সার্টিফিকেট, বৃত্তি, পুরস্কার, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা বা অর্জন নিরাপদে সুরক্ষিত রাখা থাকে। যেখানেই শিক্ষার্থীরা এই অপার আইডি নিয়ে পড়াশোনার জন্য নাম নথিভুক্ত করাবে, তাদের সমস্ত শিক্ষাগত ইতিহাস একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
সিবিএসই বিশ্বাস করে যে এই পদক্ষেপ কেবল শনাক্তকরণের স্বচ্ছ্বতা নিশ্চিত করবে এমন নয়, বরং ভবিষ্যতে পরীক্ষা ও ফলাফল প্রকাশের যে কোনও অনিয়ম রোধ করবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















