CBSE: সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপে আবেদন করবেন ? বোর্ড জানাল বড় খবর; কী সুবিধে মিলবে এবার ?
Single Girl Child Scholarship: আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত স্কুলগুলিকে যাচাই করতে হবে আবেদন। এখনও যে সমস্ত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করেননি, তাদের জন্য সুযোগ রয়েছে।

Single Girl Child Scholarship: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের (CBSE) আবেদনের জন্য সময়সীমা বেড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত এই স্কলারশিপে আবেদনের সময়সীমা ছিল ১০ জানুয়ারি পর্যন্ত। তবে এবার ফের একবার সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে এখনও যারা আবেদন (Single Girl Child Scholarship) করেননি, তারাও সুযোগ পাবেন। সিবিএসইর আনুস্টহানিক বিজ্ঞপ্তি অনুসারে, এবার আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী পড়ুয়ারা।
এছাড়াও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত স্কুলগুলিকে যাচাই করতে হবে আবেদন। এখনও যে সমস্ত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করেননি, তাদের জন্য সুযোগ রয়েছে। এর জন্য আপনাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
শেষ তারিখ বাড়িয়েছে সিবিএসই
সিবিএসই যে শুধু এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের আবেদনের জন্য শেষদিন বা সময়সীমা বাড়িয়েছে তাই নয়, বরং আবেদন পুনর্নবীকরণের সময়ও বাড়িয়েছে। আগে এই তারিখ ছিল ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, তবে এবার শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। শুধুমাত্র ছাত্রীদের জন্যই রয়েছে এই স্কলারশিপ। দশম শ্রেণিতে যারা ৬০ শতাংশ ন্যূনতম নম্বর পেয়েছে পরীক্ষায়, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। একমাত্র যে সমস্ত ছাত্রীরা এরপরে একাদশ শ্রেণিতে সিবিএসই অনুমোদিত স্কুলে পড়াশোনা করছে তারাই যোগ্য হবে স্কলারশিপ পাওয়ার জন্য। আর তার থেকেও বড় শর্ত হল তাদের বাবা-মায়ের একমাত্র কন্যা হতে হবে। এনআরআইরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে বোর্ডের তরফে কিছু বিশেষ শর্ত রয়েছে।
কী এই স্কলারশিপ
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য জমা করতে হয়। ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আরটিজিএস, এনইএফটি আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের ঠিকানা দিতে হবে। এর আগেও একবার সময়সীমা বাড়িয়েছিল বোর্ড। ৩১ ডিসেম্বর ছিল শেষ তারিখ, তা বাড়িয়ে করা হয়েছিল ১০ জানুয়ারি। এবার সেই তারিখও ফের একবার বাড়ানো হল।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
