Science News: এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু ! আরও দুই রহস্যে ঘেরা পর্বতের সন্ধান মিলল; চাইলেও যেতে পারবেন না
Hidden Mountain: এতদিন পর্যন্ত আমরা সকলেই জানতাম যে পৃথিবীতে সবথেকে উঁচু পর্বত হল হিমালয়ের মাউন্ট এভারেস্ট শৃঙ্গ (Mount Everest)। কিন্তু এবার কি সেই ধারণা ভাঙতে বসেছে ?
![Science News: এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু ! আরও দুই রহস্যে ঘেরা পর্বতের সন্ধান মিলল; চাইলেও যেতে পারবেন না Two Mountains Discovered 100 Times Taller Than Mount Everest Hidden Under Earth Science News Science News: এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু ! আরও দুই রহস্যে ঘেরা পর্বতের সন্ধান মিলল; চাইলেও যেতে পারবেন না](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/cf4416d50f9037c6718f4017735aee651737887833305900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Highest Mountain on Earth: এতদিন পর্যন্ত আমরা সকলেই জানতাম যে পৃথিবীতে সবথেকে উঁচু পর্বত হল হিমালয়ের মাউন্ট এভারেস্ট শৃঙ্গ (Mount Everest)। কিন্তু এবার কি সেই ধারণা ভাঙতে বসেছে ? বিজ্ঞানীরা (Science News) এমন দুই পর্বতের সন্ধান পেয়েছেন যেগুলি মাউন্ট এভারেস্টের থেকেও নাকি ১০০ গুণ উঁচু। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের (Highest Mountains) সীমানায় আবিষ্কৃত হয়েছে এই দুই রহস্যে ঘেরা পর্বত। চাঞ্চল্য ছড়িয়েছে এই গবেষণায়। 'নেচার' পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশ পেতেই সারা বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। কেমন দেখতে এই পর্বত ?
আদপে এই পর্বতকে বাইরে থেকে দেখা যাবে না, কেউই দেখতে পাবেন না, বা সেই পর্বতে চড়তেও পারবেন না। ভূপৃষ্ঠের অনেক গভীরে লুকিয়ে আছে এই দুই পর্বত যেগুলির উচ্চতা প্রায় ১০০০ কিমির আশেপাশে, যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮.৮ কিমি। গবেষকরা অনুমান করেছেন যে এই দুই পাহাড় কমপক্ষে ৫০ কোটি বছর আগেকার, আবার পৃথিবী সৃষ্টির সময়কালীন অর্থাৎ ৪০০ কোটি বছর আগেরও হতে পারে।
আটরেক্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ড. আরউইন ডিউস জানিয়েছেন, কেউ জানে না যে আসলে এই দুই পর্বত কীরকম, কিংবা এগুলি একটি সাময়িক অস্তিত্বের পরিচায়ক কিনা। এমনকী এই জায়গায় পর্বতগুলি কোটি কোটি বছর ধরে এভাবেই আছে কিনা, বা কয়েকশো কোটি বছর ধরে এভাবেই আছে কিনা তা কেউ সঠিক জানে না'। ড. ডিউস একজন সিসমোলজিস্ট এবং ভূ-অভ্যন্তর বিষয়ক অধ্যাপক।
গবেষণায় পাওয়া গিয়েছে, পৃথিবীর ভূ-অভ্যন্তর এবং ম্যান্টলের একেবারে সন্ধিস্থলে রয়েছে এই দুই দানবীয় পর্বত। আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অবস্থানে সন্ধান মিলেছে এই পর্বতদ্বয়ের। এটি একটি বিশালাকায় টেকটনিক কবরস্থান দ্বারা বেষ্টিত যা কিনা সাবডাকশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে পরিবাহিত হয়েছে। এভাবেই একটি টেকটনিক পাত অন্য টেকটনিক পাতের নিচে ডুবে যায়, চলে যায় ভূপৃষ্ঠ থেকে আরও হাজার তিনেক কিলোমিটার গভীরে। এমনটাই জানিয়েছেন ড. ডিউস।
এই গবেষণায় আরও জানা গিয়েছে, আশেপাশের টেকটনিক পাতের তুলনায় এই নতুন স্ট্রাকচারটি অনেক বেশি উত্তপ্ত। সিসমিক তরঙ্গ দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে এই পর্বতে যে দানাগুলি আছে তা আশেপাশের দানার তুলনায় অনেকটাই বড় আকারে।
আরও পড়ুন: Viral News: গোটা সড়ক জুড়ে ডাইনোসরের পায়ের ছাপ ! হাড় হিম করা ছবি প্রকাশ্যে, কী খুঁজে পেলেন গবেষকরা ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)