CBSE Result 2025: CBSE দশমে নজরকাড়া ফল, কীভাবে পড়ে একশো শতাংশ নম্বর পেল সৃষ্টি?
মঙ্গলবার প্রকাশিত হল CBSE-এর দশম এবং দ্বাদশের ফল। দুই ক্ষেত্রেই আগের বছরের তুলনায় পাসের হার বেড়েছে। আর ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

নয়াদিল্লি: গড়ে প্রতিদিন ২০ ঘণ্টার অধ্যাবসায়। ছিল না কোনও গৃহশিক্ষক (CBSE Result 2025)। অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে হাতিয়ার করেই এল সাফল্য। এই সাফল্য তারা বাবা-মা এবং স্কুলের শিক্ষকদেরই বলে মন্তব্য করে CBSE দশম উত্তীর্ণ সৃষ্টি শর্মা। ৫০০-র মধ্যে ৫০০ পেয়ে নজির তৈরি করেছ সে।
একশো শতাংশ নম্বর কীভাবে পেল সৃষ্টি শর্মা?
হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা সৃষ্টি শর্মা। কোনও কোচিং ছাড়াই সিবিএসই দশম শ্রেণিতে ৫০০/৫০০ নম্বর পেয়েছে। প্রতিদিন ২০ ঘণ্টা পড়াশোনা করেছে সে। প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় থাকলে যেকোনও অসম্ভব সম্ভব। চোখে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সৃষ্টির। সারা দেশের পড়ুয়াদের জন্য অনুপ্রেরণা দশম উত্তীর্ণ এই পড়ুয়ারা। পঞ্চকুলার ভবন বিদ্যালয়ের ছাত্রী সৃষ্টি। ছোট থেকেই পড়াশোনায় আগ্রহ। অসম্ভব মেধাবী। সৃষ্টির কথায়, "আমার বাবা আমার অনুপ্রেরণা। বাবা চন্ডিগড় CITCO-তে চাকরি করেন। বরাবরই বাবা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। বাবা জানতেন আমি ঠিক পারব। কখনও কোনও বিষয়ে চাপ দেননি। শুধু বলেছেন আমি পারব। সেটা শুনে শুনেই আমি পেরেছি ঠিক।
গৃহশিক্ষক বা কোনও কোচিংয়ের সাহায্য নেয়নি কোনওদিন। পড়া বলতে স্কুলের শিক্ষক এবং বাড়িতে বাবা-মায়ের সাহায্য। বাকিটা নিজের ইচ্ছে এবং চেষ্টা।'' সৃষ্টি জানিয়েছে, আমার কোনও দিনই কোনও গৃহশিক্ষক ছিল না। যা সাহায্য পেয়েছি স্কুলের শিক্ষক এবং বাবা-মায়ের থেকেই। দিনে ২০ ঘণ্টাও পড়াশোনা করেছি। আমি কোনও বইয়ের একটাও শব্দ বাদ দিইনি। সব পড়ে গেছি। তাই হয়ত এই নম্বরটা পেলাম। পরীক্ষার আগে বেশ চাপে ছিলাম। কিন্তু বাবা-মা বুঝিয়েছে, এটা মোটেই চিন্তার বিষয় নয়। ভবিষ্য়তে IIT বোম্বে থেকে পড়তে চাই। তবে পড়াশোনাটা চালিয়ে যেতে চাই।''
মঙ্গলবার প্রকাশিত হল CBSE-এর দশম এবং দ্বাদশের ফল। দুই ক্ষেত্রেই আগের বছরের তুলনায় পাসের হার বেড়েছে। আর ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। দশম শ্রেণিতে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৪৫ হাজার ৫১৬ জন। ক্লাস টুয়েলভে এবছর পাসের হার ৮৮.৩৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯১.৬৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৫.৭ শতাংশ। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১.৪৭ শতাংশ পরীক্ষার্থী। ৯০%-এর বেশি পেয়েছে ৬.৫৯ শতাংশ। অন্যদিকে সামান্য হলেও, পাসের হার বেড়েছে CBSE-এর ক্লাস টেনেও। গতবছর পাসের হার ছিল ৯৩.৬ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৯৩.৬৬ শতাংশ। এক্ষেত্রেও পাসের হারে ছেলেদেরকে টেক্কা দিয়েছে মেয়েরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















