Bank Jobs: সেন্ট্রাল ব্যাঙ্কে ট্রেনিংয়ের সুযোগ, শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, শূন্যপদ ৪ হাজারেরও বেশি
Jobs And Recruitments: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা সমতুল্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

Job News: শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন centralbankofindia.co.in - এই ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ৪৫০০ শূন্যপদ পূরণ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। আবেদনের শেষদিন ২৩ জুন, ২০২৫। আর অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন, ২০২৫। জুলাই মাসের প্রথম সপ্তাহে অনলাইন পরীক্ষা হতে পারে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ঊর্ধ্বসীমা
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা সমতুল্য কোনও প্রতিষ্ঠান, যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার, এমন জায়গা থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের। এই ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। NATS- এই পোর্টালে যাঁদের রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন
অনলাইনে একটি পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। এই পরীক্ষার আয়োজন করবে BFSI SSC এবং যে রাজ্যের জন্য আপনি আবেদন করছেন তার স্থানীয় ভাষারও একটি পরীক্ষা হবে। ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। অনলাইনের অবজেক্টিভ পরীক্ষায় ভুল উত্তর দিলেও থাকছে না নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি।
আবেদনকারীরা একটি নির্দিষ্ট রাজ্যের ট্রেনিং সিটের জন্য আবেদন করতে পারবেন। সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে আবেদনকারীদের। ওই ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন
বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ৪০০ টাকা এবং জিএসটি। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ও সমস্ত মহিলা প্রার্থী, ইকোনমিকালি উইকার সেকশন-এইসব শ্রেণির আবেদনকারীদের ৬০০ টাকা এবং জিএসটি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। বাকি আবেদনকারীদের দিতে হবে ৮০০ টাকা এবং জিএসটি। শুধুমাত্র অনলাইনে মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমায়েত হবে। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI





















