Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Railway Recruitment 2021: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে বিলাসপুর ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।১৮০টি পদে ৪৩২জনকে নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ।
নয়াদিল্লি: ভারতীয় রেলে (Indian Railways) প্রচুর পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস(Trade Apprentice) পদে নিয়োগ করছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে South East Central Railway (SECR)।
South East Central Railway (SECR)Recruitment 2021
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে বিলাসপুর ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।১৮০টি পদে ৪৩২জনকে নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ। প্রতি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে রেল। উপযুক্ত প্রার্থী চাইলে আগামী ১০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারেন।
ট্রেড অ্যাপ্রেন্টিস (TRADE APPRENTICES)১৮০, সব মিলিয়ে নিয়োগ (Manpower)-৪৩২জন
কোপা -৯০
স্টেনোগ্রাফার(ইংলিশ)- ১৫
স্টেনোগ্রাফার (হিন্দি)-১৫
ফিঠার-১২৫
ইলেকট্রিশিয়ান-৪০
ওয়ারম্যান-২৫
ইলেকট্রনিক মেকানিক-৬
RAC মেকানিক-১৫
ওয়োল্ডার-২০
প্লাম্বার-৪
পেইন্টার-১০
কারপেন্টার-১৩
মেকানিস্ট-৫
টার্নার-৫
শিট মেটার ওয়ার্কার-৫
ড্রটম্যান/সিভিল-৪
গ্যাস কাটার-২০
ড্রেসার-২
মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান প্যাথোলজি–২
মেকানিক মেডিক্যাল ইকুইপমেন্ট-১
ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান-২
ফিজিওথেরাপি টেকনিশিয়ান-২
হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান-১
রেডিওলজি টেকনিশিয়ান (মেডিক্যাল, ল্যাব)-২
শিক্ষাগত যোগ্যতা- এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মাথ্যমিক পাশ ও ITI থেকে নির্দিষ্ট পদের যোগ্যতার শংসাপত্র থাকাটা আবশ্যিক।
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৫ বছর হতেই হবে। তবে ২৪ বছরের বেশি বয়স হলে কেউ এই পদে আবেদন করতে পারবেন না। SC/ST-দের ক্ষেত্রে বয়স সীমা ৫ বছর শিথিল করা হয়েছে।OBC-দের ক্ষেত্রে এই বয়স সীমা ৩ বছর ও PWD-দের জন্য ১০ বছরের ছাড় দিয়েছে সরকার।
কীভাবে হবে নিয়োগ- প্রার্থী বাছাইয়ের পর তাদের ১ বছরের প্রশিক্ষণ দেবে রেল কর্তৃপক্ষ। এই সময় ছত্তিশগড় সরকারের চাকরির নিয়ম মেনে স্টাইপেন্ড দেওয়া হবে তাদের। এই বিষয়ে বিশদে জানতে অবশ্যই যোগাযোগ করুন https://secr.indianrailways.gov.in ও https://apprenticeshipindia.org এই
সাইটগুলিতে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। সেখানে আবেদনের রেজিস্ট্রেশন স্লিপের প্রিন্ট আউট রাখতে হবে তাদের।
Official website of Indian Railways- South East Central Railway (SECR)
— https://secr.indianrailways.gov.in
আরও পড়ুন : BHEL Recruitment 2021 : কলকাতায় ভারত ইলেকট্রিক্যালসে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
আরও পড়ুন : Medical Jobs West Bengal : কলকাতার এই হাসপাতালে নিয়োগ শুরু, ১৮ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ
Education Loan Information:
Calculate Education Loan EMI