CISF Head Constable Recruitment 2022: দ্বাদশ পাশ করলেই বিশাল বেতনের সরকারি চাকরি, শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ সিআইএসএফ-এর
CISF Head Constable Recruitment: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা CISF-এর অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
নয়া দিল্লি: আধাসামরিক বাহিনীতে চাকরি খুঁজছেন? এমন প্রার্থীদের জন্য এবার বড় সুখবর। সিআইএসএফ (CISF)-এর একাধিক পদের জন্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবলের পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে পারেন।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা CISF-এর অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ হল ৩১ মার্চ। ২৪৯টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করার শেষ তারিখ: ৩১ মার্চ ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
চূড়ান্ত সময়সীমার পর আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না সিআইএসএফের তরফে। তবে আবেদনে আগে কোন ভুল না রাখতে অবশ্যই জরুরি তথ্য গুলি জেনে নেওয়া প্রয়োজন। আবেদনের ফি হল ১০০ টাকা। তবে মহিলা এবং SC/ST প্রার্থীদের জন্য ফি জমা দিতে হবে না। চাকরি প্রার্থীদের বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ পর্যন্ত।
অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে (CISF Head Constable Recruitment 2022) আবেদন করা যেতে পারে। এজন্যে সিআইএসএফের সরকারি ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে। ওয়েবসাইটি হল- https://www.cisf.gov.ইন/। তবে আবেদনের আগে অবশ্যই ভালো ভাবে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এছাড়াও এই (CISF Head Constable) লিঙ্কে।
Education Loan Information:
Calculate Education Loan EMI