CMOH Nadia Recruitment: রাজ্যের এই জেলায় মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স নিয়োগ হচ্ছে, কারা আবেদনের যোগ্য
West Bengal Jobs: রাজ্যে নদিয়া জেলায় সম্প্রতি মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য - ২৪৪টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
West Bengal Jobs: রাজ্যে নদিয়া জেলায় সম্প্রতি মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য - ২৪৪টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ নদিয়া এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। নিচে এই সম্পর্কে বিশদ বিবরণ যেমন নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড ও কীভাবে আবেদন করবেন তা দেওয়া হল।
CMOH Nadia Recruitment 2023
প্রতিষ্ঠানের নাম: চিফ মেডক্যাল অফিসার হেলথ, নদিয়া
অফিসিয়াল ওয়েবসাইট: www.nadia.gov.in
শূন্যপদ: ২৪৪টি মোট পদ
পদের নাম: মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য
শেষ তারিখ: ০৪-০৪-২০২৩
West Bengal Jobs: কোন পদে কী বেতন ?
মেডিক্যাল অফিসার 60,000/-
স্টাফ নার্স (UHWC) 25,000/-
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – URBAN 13,000/-
স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন) 3,000/- পার্টটাইম ভিত্তিতে তিন সপ্তাহ
স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (শিশুরোগ) 3,000/- পার্টটাইম ভিত্তিতে তিন সপ্তাহ
স্পেশালিস্ট মেডিকেল অফিসার (G&O) 3,000/- পার্ট-টাইম ভিত্তিতে তিন সপ্তাহ
বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ) 3,000/- পার্টটাইম ভিত্তিতে তিন সপ্তাহ
স্টাফ নার্স (পলিক্লিনিক) 25,000/-
কাউন্সেলর (পলিক্লিনিক) 20,000/-
ব্লক এপিডেমিওলজিস্ট 35,000/-
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার 35,000/-
ল্যাবরেটরি টেকনিশিয়ান 22,000/-
ব্লক ডেটা ম্যানেজার 22,000/-
কাউন্সেলর, রক্ত পরিষেবা 20,000/-
ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার 22,000/-
সাইকিয়াট্রিক নার্স 15,000/-
পদের নাম : মেডিক্যাল অফিসার
যোগ্যতা : এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল অফিসার এমবিবিএস 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ। WBMC এর অধীনে স্বীকৃত হতে হবে।
বয়সসীমা : সর্বোচ্চ 62 বছর
মোট শূন্যপদ: 43
পদের নাম : স্টাফ নার্স
যোগ্যতা : (ইউএইচডব্লিউসি) INC/WBNC দ্বারা স্বীকৃত একটি ইনস্টিটিউট থেকে Gnm কোর্স সম্পন্ন করেছেন বা B.Sc নার্সিং সম্পন্ন করতে হবে। প্রার্থীকে WBNC এর অধীনে নিবন্ধিত হতে হবে।
বয়সসীমা : সর্বোচ্চ 40 বছর
মোট শূন্যপদ: 63
এ ছাড়াও বহু পদে নিয়োগ হচ্ছে ,এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
CMOH নদিয়ায় নিয়োগ 2023-এর জন্য আবেদনের ফি
ফি বিশদে: ইউআর প্রার্থীদের জন্য 100 টাকা ও SC, ST, এবং OBC প্রার্থীদের 50 টাকা আবেদনের জন্য দিতে হবে। একজন প্রার্থী যদি প্রকৃতপক্ষে একটি সংরক্ষিত বিভাগের অন্তর্গত কিন্তু একটি অসংরক্ষিত বিভাগের জন্য আবেদন করেন তাহলে 100 টাকা আবেদন ফি প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ে নিন।
WBHRB Recruitment: রাজ্যে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে ডেন্টাল ও মেডিক্যাল কলেজগুলিতে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট গ্রেড III, সিনিয়র কেমিস্ট, ডেন্টাল সার্জন ও ডেন্টাল সার্জন কাম - ক্লিনিক্যাল টিউটর/ডেমোনস্ট্রেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এই অস্থায়ী পদগুলিতে নিয়োগের নোটিস দিয়েছে। মনে রাখবেন, পরবর্তীকালে এই অস্থায়ী পদগুলি স্থায়ী হতে পারে।
Education Loan Information:
Calculate Education Loan EMI