CUET UG 2024 Registration: আজই শেষ হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজিস্ট্রেশন, কারেকশন উইন্ডো খুলবে কবে ?
CUET Registration: রেজিস্ট্রেশনের পরে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। জানা গিয়েছে CUET-UG 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে।
CUET Exam: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা CUET-এর রেজিস্ট্রেশন আজই শেষ হয়ে যাবে। NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানেই এই প্রবেশিকা পরীক্ষার অনলাইনে আবেদনের প্রক্রিয়া চালু ছিল। পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা এই ফর্ম পূরণ করতে পারছিলেন। সেই প্রবেশিকা পরীক্ষার রেজিস্ট্রেশন আজ বন্ধ হয়ে যাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী এখনও রেজিস্ট্রেশন করেননি, তাঁদের আজই নির্দিষ্ট পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়ার জন্য এই রেজিস্ট্রেশন এই বছরের মত শেষ হবে আজই ২৬ মার্চ, ২০২৪।
রেজিস্ট্রেশনের পরে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। জানা গিয়েছে CUET-UG 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে আর এই প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে সম্ভবত ১৫ মে, ২০২৪ থেকে ৩১ মে, ২০২৪-এর মধ্যে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য CUET-UG পরীক্ষা হবে হাইব্রিড মোডে অর্থাৎ সিবিটি মোড বা কম্পিউটার বেসড পরীক্ষাও থাকবে, আবার কলম-কাগজে লিখেও পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।
কীভাবে আবেদন করবেন CUET-UG 2024-এর জন্য ?
প্রথমেই পরীক্ষার্থীকে যেতে হবে NTA CUET UG পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.cuetug.ntaonline.in –এ।
তারপর পোর্টালের হোম পেজেই দেখা যাবে CUET UG 2024 registration লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
সমস্ত নথি ও তথ্য যা যা চাইছে তা সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আবেদনপত্র পূরণ করে ফি জমা করতে হবে পরীক্ষার্থীকে।
তারপর Submit অপশনে ক্লিক করতে হবে এবং পেজটি ডাউনলোড করে নিতে হবে।
ভবিষ্যতে যদি কাজে লাগে, সেকথা ভেবে এই আবেদনপত্রের একটি হার্ড কপি প্রিন্ট করিয়ে নিতে হবে।
আবেদনের ফি
কলেজের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য অসংরক্ষিত প্রার্থীদের তিনটি বিষয়ের জন্য আবেদনের ফি দিতে হবে ১০০০ টাকা এবং তারপর প্রতি অতিরিক্ত বিষয়ের জন্য ৪০০ টাকা করে দিতে হবে। ওবিসি প্রার্থীদের জন্য এই আবেদনের ফি ৯০০ টালা (৩টি বিষয়ের জন্য) এবং তারপর প্রতি বিষয়ে ৩৭৫ টাকা করে। অন্যদিকে ভারতের বাইরের কোনও প্রতিষ্ঠানের জন্য পরীক্ষা দিতে হলে প্রার্থীকে তিনটি বিষয়ের জন্য দিতে হবে ৪৫০০ টাকা ও তারপর প্রতি অতিরিক্ত বিষয় পিছু ১৮০০ টাকা করে।
কবে খুলবে কারেকশন উইন্ডো ?
আগামী ২৮ মার্চ তারিখে এই CUET-UG 2024 পরীক্ষার আবেদনের কারেকশন উইন্ডো খুলে যাবে এবং ২৯ মার্চ ২০২৪ সেই কারেকশন উইন্ডো ফের বন্ধ হয়ে যাবে। পরীক্ষার্থীরা যারা আবেদন করার সময় কোনও তথ্য বসাতে ভুল করেছেন, তাঁরা এই কারেকশন উইন্ডো খুললে তা সংশোধন করে নিতে পারবেন। ৩০ এপ্রিলের পর থেকে জানা যাবে এই পরীক্ষার জন্য কোথায় সিট পড়েছে পরীক্ষার্থীদের।
আরও পড়ুন: Success Story: মোটা বেতনের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, তিন তিনবার ব্যর্থ ! কীভাবে সফল হলেন পূজ্যা ?
Education Loan Information:
Calculate Education Loan EMI