Nadia District Health Recruitment: নদিয়ায় স্বাস্থ্য বিভাগে চাকরির বিজ্ঞপ্তি জারি, কীভাবে করবেন আবেদন ?
Nadia District Health Recruitment: সব মিলিয়ে ৮টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই আবেদনের বিষয়ে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
নদিয়া: নদিয়ার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারটের ছাড়াও কো-অর্ডিনেটর পদে হবে এই নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা
Nadia District Health Recruitment: কতগুলি পদে হবে নিয়োগ
সব মিলিয়ে ৮টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। প্রার্থীদের নদিয়া জেলার মধ্যেই স্বাস্থ্য সংক্রান্ত কাজ করতে হবে। এই আবেদনের বিষয়ে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
CO-ORDINATOR – 04 Post
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। সঙ্গে কম্পিউটার জ্ঞান ও এমএস অফিস জানাটা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা- এই পদে আবেদন করতে চাকরিপ্রার্থীকে কমপক্ষে ২ বছরের সরকারি অথবা বেসরকারি অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
DATA ENTRY OPERATOR: 04 Post
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য চাকরিপ্রার্থীর স্নাতক হওয়া বাধ্যতামূলক। সঙ্গে এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে চাকরিপ্রার্থীর। এমএস অফিস সুট, ইন্টারেনেট ও ইমেল পাঠানোর জ্ঞান থাকতে হবে তাদের।
অভিজ্ঞতা- হাওড়ার ডেটা এন্ট্রি পদে আবেদনের জন্য আবেদনকারীর সরকারি ক্ষেত্রে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
District Health Recruitment: বয়স সীমা
চাকরিপ্রার্থীদের এই দুই পদে আবেদনের জন্য ২১-৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
Nadia District Health Recruitment: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
প্রার্থীদের এই চাকরির জন্য সরাসরি ইন্টারভিউ দিতে হবে। আগামী ৬ ডিসেম্বর হবে এই ইন্টারভিউ। কৃষ্ণনগরের CMOH নদিয়ার অফিসে হবে চাকরিপ্রার্থীদের ইন্টারভউ। তবে কখন এই ইন্টারভিউ নেওয়া হবে সেই বিষয়ে চাকরিপ্রার্থীদের Department of Health & Family Welfare, CMOH, Nadia — https://www.nadia.nic.in সাইটেই জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রর্থীদের Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samiti, 5, D.L. Roy Road, PO Krishnagar, District- Nadia, Pin-741101,-এই ঠাকানায় শিক্ষাগত যোগ্যতা, বয়, কাস্ট সার্টিফিকেট ছাড়াও প্রয়োজনীয় নথি আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। খামের ওপর “APPLICATION FOR THE POST OF ______” লিখতে হবে চাকরিপ্রার্থীকে।
Official website of District Nadia — https://www.nadia.nic.in
Education Loan Information:
Calculate Education Loan EMI