Railway Jobs: ইস্ট-কোস্ট রেলে জরুরি নিয়োগ, এই পদগুলিতে চাকরির সুযোগ
East Coast Railway Jobs: নার্সিং সুপারিনটেন্ডেন্ট ও ফার্মাসিস্ট পদে ৮ জনকে নিয়োগ করা হবে। কোভিডের জরুরি পরিস্থিতিতে চুক্তির ভিত্তিতে প্যারামেডিক্যাল স্টাফ গ্রুপ-সি পদে এই নিয়োগ করবে কর্তৃপক্ষ।
East Coast Railway Jobs: ইস্ট-কোস্ট রেলওয়েতে চাকরির (East Coast Railway Jobs)সুযোগ তৈরি হয়েছে। চুক্তির ভিত্তিতে রেলের হাসপাতালে নিয়োগে করবে কর্তৃপক্ষ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউয়ের জন্য যেতে হবে।
East Coast Railway Recruitment: সব মিলিয়ে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ও ফার্মাসিস্ট পদে ৮ জনকে নিয়োগ করা হবে। কোভিডের জরুরি পরিস্থিতিতে চুক্তির ভিত্তিতে প্যারামেডিক্যাল স্টাফ গ্রুপ-সি পদে এই নিয়োগ করবে কর্তৃপক্ষ।আবেদনকারীদের ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বরের সেন্ট্রাল হসপিটালের এই চাকরির জন্য সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।
NURSING SUPERINTENDENT – 07 Posts
Jobs In East Coast Railway: শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীদের জেনারেল নার্সিং ও মিডওয়াইফারি বা বিএসসি (Nursing)সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রে নার্সের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান রেজিস্টার্ড সার্টিফিকেট থাকতে হবে। এই ক্ষেত্রে সংক্রামিত বা আইসোলেশনে থাকা রোগীদের সেবায় অভিজ্ঞ নার্সদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা- এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২০-৪০ বছরের মধ্যে হতে হবে।
PHARMACIST – 01 Post
East Coast Railway Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে বিজ্ঞানে ১০ প্লাস ২ বা এর সমতুল্য ০২ বছরের ফার্মাসিতে ডিপ্লোমা ছাড়াও Pharmacy Council of India অথবা State Pharmacy Council- এর রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়স সীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২০-৩৫ মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ইস্ট-কোস্ট রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
East Coast Railway Recruitment: কীভাবে আবেদন করবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য) ও অন্য কোনও প্রাসঙ্গিক নথি নিয়ে নিচের নির্ধারিত তারিখে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।
সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও স্থান: তারিখ 31/01/2022
ইন্টারভিউয়ের স্থান: উদয়গিরি মিটিং হল, ২য় তলা, সাউথ ব্লক, রেল সদন, ECoR/Hqs/চন্দ্রশেখরপুর, ভুবনেশ্বর
Official website of East Coast Railway — https://eastcoastrail.indianrailways.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI