Suranjan Das: 'শিক্ষায় বেসরকারি উদ্যোগ যাতে বাণিজ্যিকরণ না হয়', নয়া দায়িত্ব নিয়ে বললেন সুরঞ্জন দাস
Adamas University: বুধবার একটি অনুষ্ঠানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় উপাচার্য হিসেবে ঘোষণা করলেন সুরঞ্জন দাসের নাম।
কলকাতা: আজই শেষ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর মেয়াদকাল। আর আগামীকাল থেকেই তিনি দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। বুধবার একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় উপাচার্য হিসেবে ঘোষণা করলেন সুরঞ্জন দাসের নাম। ইতিহাসে প্রথিতযশা অধ্যাপক সুরঞ্জন দাস কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালেয় উপাচার্য হিসেবে কী ভাবছেন তিনি? সুরঞ্জন দাস বললেন, 'পশ্চিমবঙ্গে শত সমস্যা থাকলেও যা মেধা আছে, তা কাজে লাগানো গেলে ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রে শীর্ষে যাওয়া যাবে।' গত কয়েক দশকে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি বদলে গিয়েছে বলেও জানান তিনি। বললেন, 'সরকারি বিশ্ববিদযালয়ের কাজ করেছি। একটা পরিবর্তিত পরিস্থিতিতে রয়েছি। ৭৮ সাল থেকে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত। সত্তরের, আশির, নব্বই, দুহাজারের দশকে সারা বিশ্বে উচ্চশিক্ষার চিত্র বদলে গিয়েছে। বিশ্বায়ন এসেছে। পুরনো পদ্ধতিতে অনুদান ভিত্তিক যে শিক্ষাব্যবস্থা চলত তা বদলে গিয়েছে। এখন বেসরকারি উদ্যোগ এসেছে শিক্ষা ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রের অবদান রয়েছে শিক্ষাব্যবস্থায়।'
শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে। তিনি কী ভাবছেন? অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সুরঞ্জন দাসের মতে, 'যদি ট্রান্সপোর্ট, হেলথ, হাউজিংয়ে বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। অন্যত্র এই উদ্যোগ মেনে নিয়ে চলি, তাহলে উচ্চশিক্ষা ক্ষেত্রেও তা করতে হবে।'
তিনি বলেন,'এখনও যে কটা সমাজতান্ত্রিক দেশ রয়েছে সেখানে বেসরকারি উদ্যোগ রয়েছে। তবে বেসরকারি উদ্যোগ যাতে বাণিজ্যিকরণে পরিণত না হয়। আমি যেভাবে দেখি তাতে বেসরকারি উদ্যোগ ও বাণিজ্যিকরণে একটা মৌলিক পার্থক্য রয়েছে।'
উচ্চ শিক্ষা কী?
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সুরঞ্জন দাসের মতে, 'এমন শিক্ষা যাতে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মাথা উচু করে দাঁড়াতে পারেন এক পড়ুয়া। উচ্চ শিক্ষার উদ্যেশ্য প্রকৃত নাগরিক তৈরি করা। প্রকৃত নাগরিক তৈরি হলে নাগরিক সমাজ তৈরি হবে।'
তাঁর আশা, আধুনিকতা এবং ট্র্যাডিশন এর মেল বন্ধন করে উচ্চ শিক্ষা এগিয়ে নিয়ে যাবে অ্যাডামস। হার্ভার্ড, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যে মডেলে চলে বিশ্বের শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছ, সেভাবেই অ্যাডামাসও পারবে বলে তাঁর আশা।
ছাত্র রাজনীতি নিয়ে কী মত?
কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্বে থাকার সময় বহুবার ছাত্র আন্দোলনের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বহুবার ঘেরাওয়ের সম্মুখীনও হতে হয়েছে। সেই প্রসঙ্গে সুরঞ্জন দাস বললেন, 'আমি রাজনীতির বিরুদ্ধে নই। তবে রাজনীতি মানে নিজের অধিকারের জন্য অন্যের অধিকার খর্ব করা নয়।'
আরও পড়ুন: শিক্ষায় উৎকর্ষতাই লক্ষ্য, দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ ব্য়বস্থা অ্যাডমাস বিশ্ববিদ্যালয়ে
Education Loan Information:
Calculate Education Loan EMI