HCL Recruitment 2023: হিন্দুস্থান কপার লিমিটেডে শিক্ষানবিশ নিয়োগ, প্রশিক্ষণের সুযোগ, কত শূন্যপদ রয়েছে?
Jobs and Recruitments: জানা গিয়েছে, হিন্দুস্থান কপার লিমিটেড কর্তৃপক্ষ Trade Apprentices- এর জন্য ১৮৪টি শূন্যপদ রেখেছে। এইসব শূন্যপদে নিয়োগ করা হবে। Apprentices Act 1961- এর আওতায় নিয়োগ হবে।
HCL Recruitment 2023: হিন্দুস্থান কপার লিমিটেড (HCL) Trade Apprentice- এর জন্য আবেদনের সুযোগ দিচ্ছে। এই নোটিফিকেশনের নিরিখে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ অগস্ট। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবে। হিন্দুস্থান কপার লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com- এ গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। শর্টলিস্ট হওয়া অর্থাৎ বাছাই হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৯ অগস্ট।
শূন্যপদ সংক্রান্ত বিবরণ
জানা গিয়েছে, হিন্দুস্থান কপার লিমিটেড কর্তৃপক্ষ Trade Apprentices- এর জন্য ১৮৪টি শূন্যপদ রেখেছে। এইসব শূন্যপদে নিয়োগ করা হবে। Apprentices Act 1961- এর আওতায় এইসব নিয়োগ সম্পন্ন হবে।
শিক্ষাগত যোগ্যতা
১০+২ এডুকেশন সিস্টেমে প্রার্থীদের ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে আবেদনকারীদের। tarde Mate (Mines) এবং Blaster (Mines)- এর জন্য এই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
হিন্দুস্থান কপার লিমিটেডের Trade Apprentice- এর জন্য কীভাবে আবেদন করবেন
কেন্দ্রীয় সরকারের www.apprenticeship.gov.in - এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্টার করতে হবে apprenticeship- এর জন্য। হিন্দুস্থান কপার লিমিটেডের সঙ্গে ট্রেনিং বা প্রশিক্ষণ করার জন্য প্রার্থীদের Establishment Search অপশন বেছে নিতে হবে। এই অপশন পাওয়া যাবে উল্লিখিত ওয়েবসাইটের establishment menu থেকে।
UPSC Recruitment 2023: ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি (UPSC) ডেপুটি আর্কিটেক্ট এবং অন্যান্য আরও অনেক পদের জন্য নিয়োগের নোটিফিকেশন (Recruitment Notification) প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এ গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। জানা গিয়েছে, ৭১টি শূন্যপদে নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ জুলাই থেকে এবং তা চালু থাকবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। জানা গিয়েছে, আবেদনকারীরা অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র প্রিন্ট করানোর সুযোগ পাবেন ২৮ জুলাই পর্যন্ত।
ইউপিএসসি-র নতুন চাকরিতে আবেদন করার জন্য যাবতীয় তথ্য পাওয়া যাবে ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে। মাত্র ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের। স্টেট ব্যাঙ্কের যেকোনও শাখায় গিয়ে নগদে অথবা যেকোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI - এইসব মাধ্যমেও টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে। SC/ST/PwBD এবং মহিলাদের কোনওরকম অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকি অন্যান্য তথ্যের জন্য ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন।
Education Loan Information:
Calculate Education Loan EMI