(Source: ECI/ABP News/ABP Majha)
IAS Success Story: মুদির দোকান চালাতেন বাবা, অভাবের মধ্যেও ২৮ লক্ষের চাকরি ছেড়ে IAS আয়ুষ !
Ayush Goel: এমবিএ পড়ে জেপি মরগ্যান কোম্পানির ২৮ লক্ষ টাকা বেতনের হাতছানি উপেক্ষা করে UPSC-র প্রস্তুতি নিয়ে সফল IAS হয়েছেন আয়ুষ গোয়েল। জানেন তাঁর কাহিনি ?
Ayush Goel: ভারতের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর কাছে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS কিংবা IPS, IRS হওয়া একটা স্বপ্নের মত। সম্মানের চাকরি, ভাল বেতনের চাকরি কে না চায়! আর সেই লক্ষ্যে বহু প্রত্যাশী দিনরাত লড়ে যায় UPSC-র জন্য। দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কেউ ২৮ লক্ষ টাকা বার্ষিক বেতনের চাকরি ছাড়তে পারে? এই অসম্ভবকেই সম্ভব করেছেন দিল্লির আয়ুষ গোয়েল। চাকরি ছেড়ে IAS হয়েছেন আয়ুষ গোয়েল (Ayush Goel)। শুধু মোটা বেতনের হাতছানিতে UPSC জয় করেননি আয়ুষ। জানেন তাঁর কাহিনি ?
কেমন ছিল ছোটবেলা ?
বাবা সুভাষ চন্দ্র গোয়েল একটি ছোটখাটো মুদির দোকান চালাতেন। অন্যদিকে তাঁর মা মীরা ছিলেন গৃহকর্ত্রী। IAS অফিসার হওয়া আয়ুষের (Ayush Goel) ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ২০ লক্ষ টাকা ঋণ নিয়ে হতে হয়েছিল আয়ুষকে। স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লির রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়ে CAT পরীক্ষার জন্য প্রস্ততি নেন এবং কেরালার কোজিকোড়ের IIM-এ ভর্তির জন্য আবেদন করেন। তারপর MBA ডিগ্রি অর্জন করে জেপি মরগ্যান কোম্পানিতে একজন অ্যানালিস্ট হিসেবে কাজ করতে শুরু করেন আয়ুষ গোয়েল। সেই চাকরিতে তাঁর বেতন ছিল বার্ষিক ২৮ লক্ষ টাকা। এই চাকরি পাওয়ার পর আয়ুষের বাবা-মা যারপরনাই খুশি হয়েছিলেন, কিন্তু তাঁদের সন্তানের সিদ্ধান্ত শুনে সেই আনন্দ মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল।
চাকরি ছাড়া, UPSC-র প্রস্তুতি
৮ মাস কাজ করার পর আয়ুষ সেই চাকরিটি ছেড়ে দেন। এরপর UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। টানা দেড় বছর ধরে কঠোর পরিশ্রম আর নিষ্ঠাসহ প্রস্ততি নেওয়ার পর ২০২৩ সালে ১৭১ র্যাঙ্ক নিয়ে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
প্রত্যাশীদের জন্য আয়ুষের স্ট্র্যাটেজি টিপস
আয়ুষ UPSC পরীক্ষার জন্য কোনওরকম কোচিং নেননি। সম্পূর্ণ বাড়িতে থেকেই প্রস্তুতি নিয়েছেন। দেড় বছরের পরিশ্রমের ফল হিসেবে আয়ুষ (Ayush Goel) এই কঠিন পরীক্ষায় পাশ করেন। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতেন আয়ুষ, এছাড়াও ইন্টারনেটে কোর্সের ভিডিয়ো দেখেও প্রস্তুতি নিয়েছেন তিনি। আর প্রথম প্রয়াসেই পরীক্ষায় পাশ! ফলে তাঁর নিজের জীবনের নিষ্ঠা, পরিশ্রম আর সংকল্পই যে তাঁর সাফল্যের কারণ সে কথা প্রমাণিত।
আরও পড়ুন: 12th Fail IAS: জঙ্গিদলে যোগ দিতে চেয়েছিলেন ! আজ তিনিই সফল IAS
Education Loan Information:
Calculate Education Loan EMI