IAS Success Story : ইন্টারভিউ দিতে যাওয়ারও পয়সা ছিল না, অভাব পেরিয়ে কীভাবে সফল IAS শ্রীধন্যা ?
IAS Sreedhanya Suresh: দেশের মুখ উজ্জ্বল করেছেন কেরালার শ্রীধন্যা সুরেশ। কেরালার প্রথম আদিবাসী মহিলা হিসেবে IAS হয়েছেন শ্রীধন্যা। তাঁর জীবনের লড়াইয়ের কাহিনি জেনে নিন।
Success Story: ইউপিএসসি দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির তালিকায় আছে সবার প্রথমেই। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে-মেয়ে সারা দেশজুড়ে পরীক্ষায় বসলেও গুটিকয়েক উত্তীর্ণ হন আর তাঁদের জীবনে দিকে লক্ষ্য করলে দেখা যাবে কী কঠিন পরিশ্র আর লড়াই রয়েছে এই সাফল্যের (IAS Success Story) আড়ালে। ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রমের সম্বলেই ইউপিএসসি উত্তীর্ণ হয়ে উঠে এসেছেন দেশের অন্যতম সেরা সব IAS, IPS অফিসারেরা। তেমনই দেশের মুখ উজ্জ্বল করেছেন কেরালার শ্রীধন্যা সুরেশ (IAS Sreedhanya Suresh)। কেরালার প্রথম আদিবাসী মহিলা হিসেবে IAS হয়েছেন শ্রীধন্যা। কেমন ছিল তাঁর জীবনের লড়াই ? কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি ?
কীভাবে বড় হয়েছেন
কুরিচিয়া উপজাতিভুক্ত শ্রীধন্যা (IAS Sreedhanya Suresh) বড় হয়েছেন কেরালার ওয়ানাদে। বড় হয়ে ওঠার সময় খুবই অভাব দেখেছেন শ্রীধন্যা। খুব একটা স্বচ্ছ্বল অবস্থা ছিল না তাঁদের। কিন্তু তাতেও পড়াশোনার ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। মনোযোগ দিয়েছিলেন পড়ায়। কালিকতের সেন্ট জোসেফ কলেজ থেকে তিনি তাঁর শিক্ষা শেষ করেন। এরপরে প্রাণীবিদ্যা পড়তে যান কেরালার কোঝিকোড়ে। স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে শ্রীধন্যা স্নাতকোত্তর পড়ার জন্য ভর্তি হন কালিকট বিশ্ববিদ্যালয়ে। ছাত্রী হিসেবে খুবই মেধাবী ও উজ্জ্বল ছিলেন শ্রীধন্যা, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর পথ খুব একটা মসৃণ ছিল না।
পড়াশোনায় ছেদ পড়েনি, কাজও চলেছে
স্নাতকোত্তর শেষ করার পরে শ্রীধন্যা (IAS Sreedhanya Suresh) রাজ্য সরকারের তপশিলি উন্নয়ন বিভাগে কিছুদিন কাজ করেছিলেন। কিছু অতিরিক্ত অর্থ আয়ের জন্য একটি উপজাতিভুক্ত ছাত্রীদের হস্টেলে ওয়ার্ডেনের কাজ করতেন তিনি। কিন্তু চাকরিতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না শ্রীধন্যা। অন্য কিছু করতে চেয়েছিলেন তিনি। নিজেকে দেখতে চেয়েছিলেন অন্যভাবে। এরপরে ওয়ার্ডেনের কাজ করতে করতেই তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
ইন্টারভিউ দিতে যাওয়ার অর্থ ছিল না
২০১৮ সালে প্রথমবার পরীক্ষায় বসেন শ্রীধন্যা সুরেশ (IAS Sreedhanya Suresh) আর সেবারে প্রথম দুটি রাউন্ড অর্থাৎ প্রিলিমস আর মেনস উত্তীর্ণ হন শ্রীধন্যা। সেবারে ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হত দিল্লিতে আর দিল্লি যাওয়ার মত পর্যাপ্ত অর্থ ছিল না তাঁর কাছে। সেই সময় তাঁর পাশে দাঁড়ায় তাঁর বন্ধুরাই। শ্রীধন্যাকে ৪০ হাজার টাকা দিয়ে সাহায্য করেন তাঁরা। তারপর ইন্টারভিউ দিয়ে সারা দেশের মধ্যে ৪১০ র্যাঙ্ক অর্জন করেন তিনি। তিনিই কেরালার প্রথম আদিবাসী মহিলা যিনি আইএএস অফিসারের পদে আসীন হয়েছেন। দেশের মুখ উজ্জ্বল করেছেন শ্রীধন্যা সুরেশ। তিনিই আজ বহু প্রান্তিক ছাত্র-ছাত্রীর কাছে অনুপ্রেরণার উৎস।
আরও পড়ুন: Job News: ৪১টি শূন্যপদে লোক নেবে কোল ইন্ডিয়া, লিখিত পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ- আবেদন করবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI