IBPS Clerk 2025: IBPS Clerkship- এর জন্য আবেদন করেছেন তো? সামনের সপ্তাহেই কিন্তু শেষ হচ্ছে মেয়াদ
Bank Jobs: আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যেকোনও বিষয়ে থাকতে হবে স্নাতক ডিগ্রি। স্বীকৃত এবং সরকার অনুমোদিতে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের।

IBPS Clerk 2025: আইবিপএস (IBPS) - এর ক্লার্কশিপ (Clerk) পরীক্ষার জন্য আবেদনের আর বেশিদিন কিন্তু বাকি নেই। আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে আবেদনের দিন। যাঁরা এখনও আবেদন জানাননি, তাঁরা অবশ্যই আবেদন করে দিন। হাতে আর বেশি সময় নেই। অতএব শেষ মুহূর্তে সময় নষ্ট করা চলবে না। ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন ক্লার্ক পদের পাশাপাশি কাস্টোমার সার্ভিস অ্যাসোসিয়েটস হিসেবে নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে চলেছে আগামী ২১ অগস্ট। প্রি-এক্সাম ট্রেনিং হতে পারে সেপ্টেম্বর মাসে। আর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে অক্টোবর মাসে। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in- এ গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন আবেদনকারীরা। অতএব বোঝাই যাচ্ছে অনলাইনে আবেদন করা যাবে। ১০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এই চাকরির জন্য।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যেকোনও বিষয়ে থাকতে হবে স্নাতক ডিগ্রি। স্বীকৃত এবং সরকার অনুমোদিতে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের। মোট শূন্যপদের সংখ্যা ১০,২৭৭টি। জেনারেল এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা ধার্য হয়েছে। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ১৭৫ টাকা। ৪, ৫ এবং ১১ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। আর মেন পরীক্ষা হতে পারে নভেম্বর মাসে। এর দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। একবার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পর আর কোনও কারেকশন উইন্ডো খোলা হবে না। তাই সাবধানে, সতর্ক হয়ে, সব দেখে, শুনে, বুঝে নিয়ে তারপর মনযোগ দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ বা ফিলআপ করতে হবে।
আইবিপিএস ক্লার্ক- এ নিয়োগের জন্য প্রিলিমিনারি বা প্রিলিমস পরীক্ষা হবে ১০০ নম্বরের। ১০০টি প্রশ্ন থাকবে এই পরীক্ষা। ৬০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টার পরীক্ষা হবে এই প্রিলিমস। তিনটি পর্যায়ে প্রশ্ন থাকবে। সব বিভাগের জন্য আলাদা কাট-অফ মার্কস থাকবে, যা আইবিপিএস কর্তৃপক্ষ ঠিক করবে। এই তিনটি পর্যায়তেই আলাদা আলাদা ভাবে উত্তীর্ণ হলে তবে একজন পরীক্ষার্থী প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরপর সেই প্রার্থী বসতে পারবে মেন পরীক্ষায়। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। অর্থাৎ এমসিকিউ ধরনের। অনেকগুলি অপশনের মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে। একটি ভুল উত্তর দিলে ওই প্রশ্নে থাকা মোট নম্বরের ০.২৫ বা ১/৪ নম্বর বাদ যাবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















