IBPS SO Recruitment: স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করবে আইবিপিএস, শুরু রেজিসস্ট্রেশন, শূন্যপদ হাজারের বেশি
IBPS SO Recruitment Registration: আইবিপিএস- এর মাধ্যমে ১০০৭ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

IBPS SO Recruitment: ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস) স্পেশ্যালিস্ট অফিসার (IBPS SO Recruitment) নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ibps.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জমা দিতে পারবেন। অন্যদিকে আইবিপিএস- এর তরফে প্রবিশনারি/ম্যানেজমেন্ট ট্রেনি- এই পদে নিয়োগের জন্যও নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু করেছে। এখানেও ibps.in - এই ওয়েবসাইটেই আবেদন করা যাবে।
আইবিপিএস- স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে নিন একনজরে
- ১ জুলাই, ২০২৫ থেকে ২১ জুলাই, ২০২৫ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন চলবে। প্রার্থীরা যে আবেদন করবেন তা এডিট এবং মডিফিকেশন করা যাবে।
- ১ জুলাই, ২০২৫ থেকে ২১ জুলাই, ২০২৫- এর মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ পেমেন্ট করা যাবে।
- অগস্ট ২০২৫- তে অনলাইন পরীক্ষা (প্রিলিমিনারি)- র কল লেটার ডাউনলোড করা যাবে।
- অগস্ট ২০২৫- এই হবে প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা।
- সেপ্টেম্বর ২০২৫- এ প্রকাশিত হতে পারে এই পরীক্ষার ফল।
- সেপ্টেম্বর অথবা অক্টোবর ২০২৫- এ অনলাইন মেন পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে।
- নভেম্বর ২০২৫- অনলাইন মেন পরীক্ষা হবে।
- নভেম্বর ২০২৫- এর বেরোবে এই অনলাইন মেন পরীক্ষার রেজাল্ট।
- ডিসেম্বর ২০২৫/জানুয়ারি ২০২৬- এ ইন্টারভিউ করা হবে।
- জানুয়ারি/ফেব্রুয়ারি ২০২৬- প্রভিশন দেওয়া হবে যোগ্য আবেদনকারীদের।
আইবিপিএস- এর মাধ্যমে ১০০৭ স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। ২ জুলাই, ১৯৯৫- এর আগে এবং ১ জুলাই, ২০০৫- এর পরে আবেদনকারীদের জন্ম হওয়া চলবে না। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষমদের আবেদন ফি ১৫০ টাকা এবং বাকিদের ৮৫০ টাকা। অনলাইনে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
আইটি অফিসার (স্কেল ১), এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল ১), রাজভাষা অধিকারী (স্কেল ১), ল' অফিসার (স্কেল ১), এইচআই/পার্সোনাল অফিসা (স্কেল ১), মার্কেটিং অফিসার (স্কেল ১)- এইসব পদে নিয়োগ হবে। স্পেশ্যালিস্ট অফিসার। আইবিপিএস কর্তৃপক্ষ এই নিয়োগ করবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















