CISCE Board Exam Date 2021: আইসিএসই এবং আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ
সোমবার এই ঘোষণা করেছে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন তথা সিআইএসসিই। আইএসসি পরীক্ষা তথা দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে আগামী ১৬ জুন এবং আইসিএসই তথা দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৭ জুন।
কলকাতা: আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইএসসি পরীক্ষা। ৫ মে থেকে শুরু হবে আইসিএসই পরীক্ষা। সোমবার এই ঘোষণা করেছে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন তথা সিআইএসসিই। আইএসসি পরীক্ষা তথা দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে আগামী ১৬ জুন এবং আইসিএসই তথা দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৭ জুন।
নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকাও প্রকাশ করেছে বোর্ড। বিবৃতি জারি করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানিয়েছে, পরীক্ষা শুরুর অন্তত পাঁচ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের জায়গায় বসতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র কালো এবং নীল রঙের পেন ব্যবহার করা যাবে। আইসিএসই পরীক্ষায় পাশ করতে হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ৩৩ পেতে হবে। আইএসসি পরীক্ষায় পাশ করতে হলে পেতে হবে ৪০।
আইসিএসই পরীক্ষার সূচি
আইএসসি পরীক্ষাসূচি
করোনাকালে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা নিয়ে একাধিক বিধি নিষেধের কথাও বলেছে বোর্ড। সংক্রমণ এড়াতে নিয়ম লাগু করেছে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। বোর্ড জানিয়েছে,
১. ভিড় এড়াতে সময়ের আগে সব পরীক্ষার্থীকে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে।
২. স্কুলের ক্যাম্পাসে প্রত্যেক পরীক্ষার্থীকে সামাজিক দূরত্ব মানতে হবে। অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
৩. কোভিড ১৯ বিধি মেনে প্রত্যেককে পরতে হবে মাস্ক। সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। মুখে হাত দেওয়া যাবে না।
৪. পরীক্ষা দেওয়ার জন্য যেসব সামগ্রী প্রয়োজন, তা নিজেরটাই ব্যবহার করা উচিত।
৫. কাশি বা সর্দি হলে সংশ্লিষ্ট বিধি মানতে হবে।
৬. নিজের জলের বোতল ব্যবহার করতে হবে। খাবার জিনিস বা জল অন্য কারও সঙ্গে ভাগ করা উচিত না।
৭. কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে।
৮. শৌচালয়, ল্যাবরেটরি, ক্লাস, বারান্দা, লাইব্রেরিতে কোনওরকম জমায়েত করা যাবে না। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের নিয়মবিধি মানতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI