IIM Placements: ১০০ শতাংশ প্লেসমেন্টের রেকর্ড এই প্রতিষ্ঠানের, বছরে সর্বোচ্চ ৪৭.৫ লক্ষের চাকরি পেয়েছে পড়ুয়ারা
Placement News: একটি অফিসিয়াল বিবৃতিতে আইআইএম মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিষ্ঠানের স্নাতক স্তরের শিক্ষার্থীদের ১০ শতাংশই বার্ষিক ৪৭.৫ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছে।

Placement News: ইন্ডিয়ান ইনস্টিউট অফ ম্যানেজমেন্ট মুম্বই বা সংক্ষেপে আইআইএম মুম্বই নয়া রেকর্ড গড়েছে। ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ প্লেসমেন্টের শিরোপা অর্জন করেছে এই প্রতিষ্ঠান। আগের বছরের তুলনায় (IIM Placements) এই বছর ১০ শতাংশ চাকরির সুযোগ বেড়েছে এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের। প্লেসমেন্ট ক্যাম্পেইনে (Placement News) যোগ দিয়েছিল ১৯৮টি সংস্থা। আর এর ফলেই সাফল্যের নিরিখে এগিয়ে গিয়েছে আইআইএম মুম্বই।
একটি অফিসিয়াল বিবৃতিতে আইআইএম মুম্বইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিষ্ঠানের স্নাতক স্তরের শিক্ষার্থীদের ১০ শতাংশই বার্ষিক ৪৭.৫ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছে। অন্যদিকে সেরা ২০ শিতাংশ এবং সেরা ৫০ শতাংশ শিক্ষার্থী পেয়েছে যথাক্রমে ৪১.২ লক্ষ এবং ৩৪.২ লক্ষ টাকা বার্ষিক প্যাকেজের চাকরি। গত বছরের তুলনায় মোট বেতন প্যাকেজের অঙ্কও ৫ শতাংশ বেড়েছে এই প্রতিষ্ঠানের।
প্লেসমেন্টের মরশুমে আইআইএম মুম্বইতে প্রথমবার ক্যাম্পাসিং আয়োজন করেছে ৪০টি নতুন সংস্থা। আর এদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক চাকরি দিয়েছে অ্যাক্সেঞ্চার। মোট ৪১ জন পড়ুয়াকে নিয়োগ করেছে এই সংস্থা যাদের সর্বোচ্চ বেতন রয়েছে বার্ষিক ৪৫.৩৭ লক্ষ টাকা। পিডব্লিউসি ইন্ডিয়া এবং পিডব্লিউসি ইউস সংস্থা দুটিও এই প্রতিষ্ঠানের যথাক্রমে ১৮ জন ও ১০ জনকে চাকরি দিয়েছে। অন্যান্য চাকরিদাতা সংস্থাগুলির মধ্যে রয়েছে অ্যালভারেজ অ্যান্ড মার্শাল, অফবিজনেস, প্র্যাক্সিস গ্লোবাল অ্যালায়েন্সেস, ভোডাফোন আইডিয়া, ওয়ার্কডে, জেডএস ইত্যাদি সংস্থাও তাদের প্লেসমেন্টে অবদান রেখেছে।
সবথেকে বেশি চাকরির অফার এসেছে ফার্মাসিউটিক্যালস এবং হেলথকেয়ার সেক্টরে। আগের বছরের তুলনায় ১৩০ শতাংশ বেশি অফার এসেছে এই সেক্টর থেকে। অন্যদিকে রিটেইল এবং ই-কমার্স সেক্টরে ৪৭.৭৩ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে প্লেসমেন্টে। প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রতিষ্ঠানের ডিজিটাল ট্রান্সফর্মেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি ক্ষেত্রগুলি থেকে ক্রমেই প্লেসমেন্টের সুযোগ বাড়ছে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সেক্টরগুলি বা এই কোর্সগুলি অন্য এক ব্যবসায়িক ল্যান্ডস্কেপ তৈরি করে দিচ্ছে।
এই বছরই রেকর্ড ভেঙে ২.২০ কোটির প্যাকেজে বিগত ১০ বছরের মধ্যে আইআইটি বিএইচইউর সবথেকে ভাল পারফরম্যান্স হয়েছে এই বছর। এই আইআইটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ১১২৮ জন ছাত্র-ছাত্রী চাকরি পেয়েছেন, ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। আইআইটি বিএইচইউর মোট ১১ জন পড়ুয়ার প্লেসমেন্টে চাকরি হয়েছে এমন সংস্থায় যেখানে বার্ষিক বেতন ১ কোটি টাকার বেশি।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















