IIT GATE 2022: IIT GATE 2022-এর আবেদন প্রক্রিয়া শুরু, কীভাবে পূরণ করবেন ফর্ম ?
ইচ্ছুক আবেদনকারীরা gate.iitkgp.ac.in সাইটে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হবে GATE 2022 পরীক্ষা।
খড়গপুর: সোমবার ৩০ অগাস্ট থেকে IIT GATE 2022-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। ইচ্ছুক আবেদনকারীরা gate.iitkgp.ac.in সাইটে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই পূরণ করতে হবে আবেদনপত্র।
IIT GATE 2022 -এর আবেদনের নিয়ম
এই পরীক্ষায় বসার ক্ষেত্রে আবেদনকারীদের একটি বিভাগেই ফর্ম পূরণ করতে বলা হয়েছে। কোনও আবেদনকারী একের বেশি ফর্ম ফিলআপ করলে তার অন্য বিষয়গুলিতে আবেদনপত্র খারিজ করা হবে। সেই ক্ষেত্রে আবেদনের জন্য জমা দেওয়া টাকাও ফেরত পাবেন না তিনি। প্রথম থেকেই এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ।
IIT GATE 2022-এর পরীক্ষার তারিখ
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হবে GATE 2022 পরীক্ষা। সব মিলিয়ে মোট চারদিন হবে এই পরীক্ষা। ফেব্রুয়ারির ৫,৬ ও ১২,১৩ তারিখে এই পরীক্ষার দিন ঠিক করা হয়েছে।ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Indian Institute of Technology (IIT) Kharagpur-এ কর্তৃপক্ষ এই পরীক্ষা নেবে। তবে দিন স্থির করা হলেও পরবর্তীকালে কোভিডের পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তন করার কথা আগেই জানিয়ে দিয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।
GATE 2022 Education qualification required আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
১ স্নাতক স্তরের তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ারে পড়া ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবেন।
২ সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং,টেকনোলজি, আর্কিটেকচার,সায়েন্স, কমার্স আর্টস নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন এরকম পার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন।
GATE 2022 Age limit আবেদনকারীর বয়সসীমা
এই পরীক্ষায় বসার জন্য কোনও ধরনের বয়সের ঊর্ধ্বসীমা দেয়নি কর্তৃপক্ষ।
কীভাবে আবেদন করবেন GATE 2O22-তে ?
আবেদনকারীদের জেনে রাখা উচিত, একবার গেটের ফল প্রকাশিত হলে তিন বছর তার মেয়াদকাল থাকে।
১ প্রথমে গেটের অফিশিয়াল ওয়েবসাইট gate.iitkgp.ac.in-এ যান।
২ হোমপেজে "GATE 2022 ONLINE APPLICATION"ট্যাব দেখতে পাবেন আবেদনকারী। এখানে"Apply Online" বটনে ক্লিক করুন।
৩ এখানে প্রয়োজনীয় সব বিবরণ জমা দিন।
৪ এবার আবেদনের ফি জমা দিয়ে ফর্ম জমা দিন।
৫ নিজের কাছে আবেদনের একটা প্রিন্টআউট রেখে দিন।
GATE 2022-এর গুরুত্বপূর্ণ দিন
আবেদন শুরু হচ্ছে ৩০ অগাস্ট থেকে।
রেগুলার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর।
extended online registration/ application-এর ক্ষেত্রে ১ অক্টোবর জমার শেষ তারিখ।
defective applications শোধরানোর তারিখ ২৬ অক্টোবর।
defective applications শোধরানোর শেষ তারিখ ১ নভেম্বর।
২০২২ সালের ৩ জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে ফল বের হবে ১৭ মার্চ ২০২২
Education Loan Information:
Calculate Education Loan EMI