West Bengal Jobs: রাজ্যে আয়কর বিভাগে হচ্ছে নিয়োগ, কেবল এরা করতে পারবেন আবেদন
West Bengal Jobs: পশ্চিমবঙ্গ ও সিকিমে আয়কর বিভাগে সব মিলিয়ে ২৪টি পদে হবে নিয়োগ। ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং পদে নেওয়া হবে চাকরিপ্রার্থীদের।
Income Tax Department West Bengal Jobs: রাজ্যে আয়কর বিভাগে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও সিকিমে হবে এই নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে চাকরিপ্রার্থীদের।
West Bengal Jobs: পশ্চিমবঙ্গ ও সিকিমে আয়কর বিভাগে সব মিলিয়ে ২৪টি পদে হবে নিয়োগ। ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং পদে নেওয়া হবে চাকরিপ্রার্থীদের। মেধাবী ক্রীড়বিদরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। নিচে কোন ঠিকানায় আবেদন করতে হবে তা দেওয়া হল।
INCOME TAX INSPECTOR – 01
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।
বয়স সীমা: 18/04/2022 তারিখে 18 - 30 বছরের মধ্যে হতে হবে।
TAX ASSISTANT – 05
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর স্নাতক হওয়া বাধ্যতামূলক। সঙ্গে প্রতি ঘণ্টায় 8000 কি ডিপ্রেশনের ডেটা এন্ট্রি গতি থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা: 18/04/2022 তারিখে 18 - 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
MULTI TASKING STAFF – 18
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
বয়স সীমা: 18/04/2022 তারিখে 18 - 25 বছরের মধ্যে বয়স হতে হবে।
বয়সের ক্ষেত্রে ছাড়: সংরক্ষিত বিভাগের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় দেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের বিজ্ঞাপনের লিঙ্ক দেখতে হবে।
ক্রীড়া যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই নির্ধারিত গেম/খেলায় একজন মেধাবী ক্রীড়াবিদ হতে হবে। খেলার যোগ্যতার জন্য বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। (নীচে দেওয়া লিঙ্ক) দেখুন।
Income Tax Department West Bengal Jobs: প্রার্থী নির্বাচন
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের গ্রাউন্ড / দক্ষতা পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের আয়করের প্রধান প্রধান কমিশনারের দায়িত্বে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের যেকোনও জায়গায় নিয়োগ করা হবে।
পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটেও https://incometaxindia.gov.in পাওয়া যাবে। আয়করের প্রধান কমিশনার, পশ্চিমবঙ্গের অফিস ও সিকিমে হবে এই নিয়োগ।
West Bengal Jobs: কীভাবে আবেদন করবেন ?
শেষ তারিখ ও ঠিকানা: এনক্লোজার সহ আবেদনটি ১৮ এপ্রিলের আগে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছতে হবে — Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No.14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069
Official website of Income Tax Department – Office of the Principal Chief Commissioner of Income Tax, West Bengal & Sikkim — https://incometaxindia.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI