India Post Recruitment: ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ; কতদিন পর্যন্ত চলবে আবেদন ?
India Post GDS Recruitment 2025: বিগত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদনের প্রক্রিয়া এবং এই রেজিস্ট্রেশন (India Post Recruitment) চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।

Job News: ভারতীয় ডাকবিভাগের পক্ষ বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রামীণ ডাকসেবকের পদে নিয়োগ করা হবে। ২১ হাজার ৪১৩টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগের (Job News) ক্ষেত্রে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক ইত্যাদি পদে করা হবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ (GDS Recruitment 2025) সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ দিন
বিগত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদনের প্রক্রিয়া এবং এই রেজিস্ট্রেশন (India Post Recruitment) চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। এরপরে আবেদনকারী প্রার্থীরা ৬ মার্চ থেকে ৮ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন সংশোধন করে নিতে পারবেন।
কী যোগ্যতা লাগবে
গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম সেকেন্ডারি স্কুলে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ে পাশ করে থাকতে হবে কোনো একটি স্বীকৃত বোর্ডের অধীনে। ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী সমস্ত প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কত বেতন
গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের জন্য মূলত তিন রকমের আর্থিক সুবিধে দেওয়া হয়। এর মধ্যে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউয়েন্স (টিআরসিএ) রয়েছে যা ৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে প্রতি বছর। জিডিএস নিয়ম অনুযায়ী এই বেতন বৃদ্ধি পাবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে প্রার্থীর বেতন হবে ১২ হাজার টাকা থেকে ২৯,৩৮০ টাকা। অন্যদিকে ডাকসেবক বা সহকারী পোস্টমাস্টার পদের জন্য বেতন পাবেন ১০ হাজার টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
নির্বাচন পদ্ধতি
সেকেন্ডারি স্কুলের বোর্ড পরীক্ষায় অর্থাৎ দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাতালিকা তৈরি করা হবে। মূলত ৪ ডেসিমালের শতাংশের ভিত্তিতে এই মেধাতালিকায় নম্বর যোগ করা হবে।
আবেদনের ফি
এই গ্রামীণ ডাকসেবকের জন্য আবেদন করতে গেলে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। তবে বিশেষভাবে সক্ষম ও ট্রান্সওমেন প্রার্থীদের কোনো আবেদনের ফি দিতে হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
