(Source: ECI/ABP News/ABP Majha)
Recruitment News: ২৭ জন কর্মী নেবে ভারতীয় ডাকবিভাগ, বেতন ৬৩,২০০ টাকা পর্যন্ত- কোন পদে নিয়োগ ? কারা যোগ্য ?
India Post Recruitment: মূলত স্টাফ কার ড্রাইভার হিসেবে নিয়োগ করা হবে ভারতীয় ডাকবিভাগে। শূন্যপদ আছে মোট ২৭টি। দেশের বিভিন্ন জায়গায় হবে এই কাজ।
India Post Recruitment: ভারতীয় ডাকবিভাগে কর্মী নিয়োগ হবে। বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। যে সমস্ত উৎসাহীরা সরকারি চাকরির খোঁজ করছিলেন বহুদিন ধরে, সরকারি চাকরির জন্য আবেদন ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, তাঁদের কাছে অন্যতম সুযোগ। এবার ২৭ জন কর্মী নিয়োগ (Recruitment News) করবে ভারতীয় ডাকবিভাগ। মূলত স্টাফ কার ড্রাইভার হিসেবেই নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা দিতে হবে না। হালকা ও ভারি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে এবং ড্রাইভিং টেস্টে পাশ করলে এই পদে কাজ করতে পারবেন। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কী কী যোগ্যতা লাগবে এবং কতদিন পর্যন্ত আবেদন করা যাবে।
শূন্যপদ
মূলত স্টাফ কার ড্রাইভার হিসেবে নিয়োগ করা হবে ভারতীয় ডাকবিভাগে। শূন্যপদ আছে মোট ২৭টি। দেশের বিভিন্ন জায়গায় হবে এই কাজ। সবথেকে বেশি শূন্যপদ আছে বেঙ্গালুরুতে ১৫টি। এছাড়া বাকি ১২টি জায়গায় ১টি করে শূন্যপদ রয়েছে।
কাজের মেয়াদ
এই পদে নিয়োগ সম্পূর্ণ স্থায়ী নিয়োগ নয়, এটি আদপেই চুক্তিভিত্তিক কাজ। ন্যূনতম ২ বছরের প্রবেশন পিরিয়ডে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে
আগ্রহী প্রার্থী এই পদে কাজের জন্য আবেদন করতে গেলে তাঁর একটি বৈধ লাইসেন্স থাকা দরকার (হালকা ও ভারী গাড়ি চালানোর অনুমোদন হিসেবে)।
মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকা দরকার প্রার্থীর।
ন্যূনতম ৩ বছর হালকা ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
সিভিল ভলান্টিয়ার্সে ৩ বছর হোমগার্ড হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী।
বেতন কাঠামো
ভারতীয় ডাকবিভাগে স্টাফ কার ড্রাইভার পদে নিযুক্ত হলে প্রার্থী ন্যূনতম ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
কীভাবে হবে নির্বাচন
এই পদের জন্য প্রার্থী নির্বাচনের (Recruitment News) ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে ড্রাইভিং টেস্টে যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন, তারাই এই পদে কাজের জন্য নির্বাচিত হবেন।
কীভাবে আবেদন করবেন
অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং তারপর সেই অনলাইনে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি ও তথ্য একত্র করে তা নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে ডাকযোগে। ১৪ মে বিকেল ৫ টার মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র। তারপর আবেদনপত্র এলে তা আর গণ্য হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI