Eastern Command Recruitment: কলকাতায় ইস্টার্ন কমান্ডে কাজের সুযোগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন
ইস্টার্ন কমান্ডের রেজিমেন্ট কুক, মেসেঞ্জার, বার্বার, সুইপার, ওয়াসারম্যান পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীকে ভারতীয় সেনার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
কলকাতা: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সিগনাল রেজিমেন্টে (Eastern Command Signal Regiment) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় নিয়োগের বিষয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র।
ইস্টার্ন কমান্ডের রেজিমেন্ট কুক, মেসেঞ্জার, বার্বার, সুইপার, ওয়াসারম্যান পদে উপযুক্ত প্রার্থী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীকে ভারতীয় সেনার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। নিচে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, আবেদনপত্র পাঠানোর ঠিকানার বিষয়ে দেওয়া হয়েছে।
কোন পদে কত নিয়োগ
COOK – 02
WASHERMAN – 03
BARBER – 02
SWEEPER – 02
MESSENGER – 01
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। তবে মেসেঞ্জার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর অবশ্যই কম্পিউটার জ্ঞান ও দ্রুত টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা
কলকাতায় ইস্টার্ন কমান্ডের সিগনাল রেজিমেন্টের পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।তবে ২৫ বছরের বেশি বয়সের কোনও ব্যক্তিকে এই পদগুলিতে নেওয়া হবে না।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে।পরবর্তীকালে প্র্যাকটিক্যাল স্টেস্টও দিতে হবে চাকরিপ্রার্থীদের।কোথায়, কবে পরীক্ষা হবে সেই বিষয়ে https://indianarmy.nic.in-এ জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের The Commanding Officer, HQ Eastern Command Signal Regiment, Fort William, Kolkata – 700021 ঠিকানায় লেটার পাঠাতে হবে। সেই ক্ষেত্রে ২৪ অক্টোবরের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় প্রামাণ্য নথি কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
Official website of Eastern Command Signal Regiment, Kolkata — https://indianarmy.nic.in
Education Loan Information:
Calculate Education Loan EMI