Railway Recruitment Exam: চাকরির পরীক্ষার নিয়মে বড় বদল, কড়া পদক্ষেপ করবে রেল- সুবিধে-অসুবিধে কী কী ?
Indian Railway Recruitment Exam: এখন থেকে প্রত্যেকবার আলাদা আলাদা করে ফর্মপূরণের ঝামেলা থাকবে না। রেলওয়ে চালু করছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর সিস্টেম।

Railway Recruitment: কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে দেশের কোটি কোটি পরীক্ষার্থীর জন্য সুখবর দেওয়া হয়েছে। এখন থেকে রেলের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং প্রযুক্তির ব্যবহার করা হবে। এর ফলে কেবল প্রার্থীরাই নয়, বরং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটিই প্রভাবিত হবে। এই নতুন বদলের লক্ষ্য হল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধ করা আর যোগ্য প্রার্থীদের সময়মত কর্মসংস্থান করে দেওয়া।
এখন থেকে প্রত্যেকবার আলাদা আলাদা করে ফর্মপূরণের ঝামেলা থাকবে না। রেলওয়ে চালু করছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর সিস্টেম। এই সিস্টেমে একবার রেজিস্ট্রেশন করলে প্রার্থীরা আসন্ন সমস্ত নিয়োগের জন্য সহজেই আবেদন করতে পারবেন। এটি বিশেষ করে লক্ষ লক্ষ যুবক-যুবতীদের জন্য স্বস্তির খবর যারা আগে প্রতিটি নিয়োগের জন্য আলাদা আলাদা করে আবেদন করতেন।
আধার ও মুখ শনাক্তকরণ
পরীক্ষায় যে কোনও ধরনের অসদাচরণ রুখতে রেলওয়ে এখন ই-কেওয়াইসি এবং রিয়েল-টাইম ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করবে। এর অর্থ হল পরীক্ষার সময় আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। আর ফর্মপূরণ করা প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিনা, তা নিশ্চিত করার জন্য মুখের মিল দেখা হবে।
প্রতি বছর পরীক্ষার ক্যালেন্ডার পাওয়া যাবে আগে থেকেই
রেলপথ মন্ত্রণালয় এখন সমস্ত গ্রুপ সি পদের (যেমন- এএলপি, এনটিপিসি, টেকনিশিয়ান, আরপিএফ, লেভেল ওয়ান) বার্ষিক পরীক্ষার সূচি প্রকাশ করবে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারবেন যে কখন কোন নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১.৫ কোটিরও বেশি আবেদন, পরীক্ষা প্রণালীতে আসবে বদল
রেলওয়ে কর্তৃক জানানো হয়েছিল যে ২০২৪ সালে মোট ১ লক্ষ ৮ হাজারেরও বেশি পদের জন্য নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফের মত কিছু বড় পদের জন্য কোটি কোটি আবেদন জমা হয়েছে। এত বিপুল সংখ্যক আবেদন সত্ত্বেও রেলওয়ে আগের থেকে অনেক দ্রুততর প্রক্রিয়ায় নিয়োগ সম্পূর্ণ করেছে। এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে গড় পরীক্ষা পরিচালনা পর্যন্ত সময় ৮ মাসে স্থির রাখা হয়েছে যা ভবিষ্যতে আরও কমবে।
বাড়ির কাছে হবে পরীক্ষাকেন্দ্র, লাগানো থাকবে জ্যামার
প্রার্থীদের সুবিধের কথা মাথায় রেখে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এখন পরীক্ষাকেন্দ্র প্রার্থীর বাড়ি থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে হবে এবং সর্বোচ্চ ৫০০ কিমি দূরত্বে থাকবে এই পরীক্ষাকেন্দ্র। শুধু তাই নয়, সমস্ত পরীক্ষাকেন্দ্রে লাগানো থাকবে জ্যামার যাতে কোনওভাবেই প্রযুক্তিগত জালিয়াতি না হয়। এর প্রভাব দেখা গিয়েছে ২০২৫ সালের জুন মাসের পরীক্ষায় যেখানে কোনও জালিয়াতির খবর মেলেনি।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















