CSIR UGC NET: ইউজিসি নেটের পরীক্ষাসূচিতে বদল, নতুন দিনক্ষণ নিয়ে কী জানাল NTA ?
UGC NET 2025: পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের অ্যাডভান্স সিটি স্লিপ জারি করা হবে পরীক্ষার ৮-১০ দিন আগে। একে ইনটিমেশন স্লিপও বলা হয়। বদলে গিয়েছে এই পরীক্ষার সূচি।

CSIR UGC NET –এর পরীক্ষাসূচিতে বড় বদল এসেছে। আগে এই পরীক্ষা তিন দিনের জন্য আয়োজিত হত দেশে। তবে এবার থেকে একদিনেই এই পরীক্ষা সম্পন্ন হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর মূল কারণ হল হরিয়ানা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার সঙ্গে ডেট ক্ল্যাশ করেছে। অর্থাৎ একইদিনে ইউজিসি নেট এবং হরিয়ানার টেট পড়ে গিয়েছিল, ফলে শিক্ষার্থীদের সমস্যা এড়াতে এই নতুন পরীক্ষাসূচি এনেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্পষ্ট করেছে যে এখন থেকে সিএসআইআর ইউজিসি নেট জুন ২০২৫ পরীক্ষা একদিনেই হবে। শুধুমাত্র ২৮ জুলাই একইদিনে সমস্ত বিভাগের পরীক্ষা সম্পন্ন করা হবে বলেই জানানো হয়েছে।
আগে এই পরীক্ষা আয়োজিত হওয়ার কথা ছিল আগামী ২৬ জুলাই, ২৭ জুলাই এবং ২৮ জুলাই। বিভিন্ন শিফটে ভাগ করা হয়েছিল পরীক্ষাসূচি। কিন্তু হরিয়ানা টেটের সঙ্গে তারিখ মিলে যাওয়ার কারণে শিক্ষার্থীরা প্রবল আপত্তি জানিয়েছিল। শিক্ষার্থীদের সুবিধের কথা মাথায় রেখে এখন পরীক্ষার তারিখ সংশোধন করা হয়েছে।
শীঘ্রই অ্যাডভান্স সিটি স্লিপ জারি করা হবে
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের অ্যাডভান্স সিটি স্লিপ জারি করা হবে পরীক্ষার ৮-১০ দিন আগে। একে ইনটিমেশন স্লিপও বলা হয়। এই স্লিপটি ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়।
কীভাবে পরিচালিত হবে পরীক্ষাটি
সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে পরিচালিত হবে। এই পরীক্ষায় তিনটি বিভাগ থাকবে এবং মোট ২০০ নম্বর থাকবে।
পার্ট এ- সাধারণ যোগ্যতা
পার্ট বি – বিষয়-নির্দিষ্ট বহুনির্বাচনী প্রশ্ন
পার্ট সি – উচ্চ স্তরের বিশ্লেষণাত্মক প্রশ্ন
প্রার্থীদের এই প্রশ্নপত্রটি ৩ ঘণ্টার মধ্যে সমাধান করতে হবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিংও প্রযোজ্য হবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫ শতাংশ নম্বর কাটা হবে। তবে বিষয় অনুসারে এই নিয়ম খানিক বদলে যেতে পারে।
কেন বদলে গেল পরীক্ষাসূচি
অনেক প্রার্থী ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে অভিযোগ করেছিলেন যে সিএসআইআর ইউজিসি নেটের তারিখ হরিয়ানা টেটের সঙ্গে মিলে গিয়েছে। এর কারণে উভয় পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের তরফ থেকে এই অভিযোগ শোনার পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষাটি একইদিনে আগামী ২৮ জুলাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কী করা উচিত পরীক্ষার্থীদের
এখন শিক্ষার্থী পড়ুয়াদের একটি দিনের উপরেই মনোযোগ দিতে হবে কেবলমাত্র। আর সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীদের তাদের প্রবেশপত্র ও সিটি ইনটিমেশন স্লিপের আপডেটের দিকে নজর দিতে হবে।
Internship: রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থায় শিক্ষানবিশির সুযোগ, স্নাতক পাশেই করা যাবে আবেদন; কী কী সুবিধে মিলবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI























