Job News: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে? আবেদন করতে পারেন ইন্ডিয়ান অয়েলে, কবে পর্যন্ত রেজিস্ট্রেশন?
Indian Oil: রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর। আর তা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। কম্পিউটার বেসড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১৭ অক্টোবর। আর পরীক্ষা হবে ৩১ অক্টোবর।

Job News: ইন্ডিয়ান অয়েল ইঞ্জিনিয়ার/অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট iocl.com - এর মাধ্যমে আবেদন করা যাবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর। আর তা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। কম্পিউটার বেসড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১৭ অক্টোবর। আর পরীক্ষা হবে ৩১ অক্টোবর।
কারা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য
ইন্ডিয়ান অয়েলের এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে কীভাবে
- কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে।
- এরপর থাকবে গ্রুপ ডিসকাশন এবং গ্রুপ টাস্ক।
- সবশেষে থাকবে পার্সোনাল ইন্টারভিউ
কম্পিউটার বেসড টেস্টে ১০০টি অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নে থাকবে ১ নম্বর করে। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ভুল উত্তর দিলে প্রশ্নে যে নম্বর রয়েছে তার ০.২৫ শতাংশ বাদ যাবে। এই পরীক্ষা হবে মোট ১৫০ মিনিটে অর্থাৎ ২ ঘণ্টা ৩০ মিনিটের।
অ্যাপ্লিকেশন ফি
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এইসব সংরক্ষিত শ্রেণি ছাড়া অন্যান্য যাঁরা আবেদন করবেন তাঁদের দিতে হবে ৫০০ টাকা। এই টাকা ফেরতযোগ্য নয়। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাঙ্ক ট্রানজাকশনের মাধ্যমে টাকা দেওয়া যাবে। ব্যাঙ্ক ট্রানজাকশন চার্জ (অনলাইন পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য), ইন্টিমেশন চার্জ - এগুলি থাকলে সেটাও দিতে হবে অ্যাপ্লিকেশন ফি- এর সঙ্গে।
Job News: সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। RRC CR- এর অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com- এর মাধ্যমে আবেদন করা যাবে। যাঁরা এখনও রেজিস্ট্রেশন করেননি, তাঁরা আবেদন করে নিন, হাতে আর সময় বেশি নেই। এই নিয়োগের মাধ্যমে ২৪১৮টি শূন্যপদে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় (১০+২ এক্সামিনেশন সিস্টেমের নীচে থাকা পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীদের। আর দশম শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে স্বীকৃত বোর্ড থেকে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















