২০৪০ এর মধ্যে 'স্পেস অ্যাক্টিভিটি'তে অদ্বিতীয় হবে ভারত! কলকাতায় এসে বললেন ইসরো প্রধান
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ -এ বিকশিত ভারতের একটি স্পষ্ট দিকনির্দেশ করেছেন, ২০৪০ এর মধ্যে মহাকাশ গবেষণায় আমাদের আশেপাশেও হয়ত কেউ থাকবে না।' বুধবার admissiontree.in আয়োজিত একটি অনুষ্ঠানে কলকাতায় এসে বললেন ইসরো প্রধান ভি. নারায়ণন।

কলকাতা : স্বাধীনতার ৭৯ তম বর্ষে দাঁড়িয়ে শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন দেখছে দেশ। আগামীর রুটম্যাপ এক্কেবারে স্পষ্ট। কয়েক বছরের মধ্যেই মহাকাশ গবেষণা ও অভিযানে বহু মাইলফলক ছুঁতে চলেছে দেশ। অক্লান্ত কাজ করে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো। আর তার নেতৃত্বের ভার এখন যার কাঁধে, তিনি ডঃ ভি নারায়ণন। বুধবার কলকাতায় এসে এ রাজ্যের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলেন সেই স্বর্ণালী আগামীর ছবি। 'আমরা যখন মহাকাশ গবেষণার কাজ শুরু করলাম, তখন আমাদের কাছে না-ছিল স্যাটেলাইট টেকনোলজি, না-ছিল লঞ্চার টেকনোলজি, না-আমাদের স্পষ্ট ধারণা ছিল অ্যাপ্লিকেশন বা প্রয়োগ নিয়ে, কিন্তু আজ স্বাধীনতার ৭৯ তম বর্ষে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ শক্তিগুলির মধ্যে একটি। মহাকাশে ১৩৩ টিরও বেশি উপগ্রহ পাঠিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ -এ বিকশিত ভারতের একটি স্পষ্ট দিকনির্দেশ করেছেন, ২০৪০ এর মধ্যে মহাকাশ গবেষণায় আমাদের আশেপাশেও হয়ত কেউ থাকবে না।' বুধবার admissiontree.in আয়োজিত একটি অনুষ্ঠানে কলকাতায় এসে বললেন ইসরো প্রধান ভি. নারায়ণন।
মহাকাশবিজ্ঞানে ভারতের আগামী
আগামী কয়েক মাসের মধ্যেই হয়ত আরও বড় সাফল্যের মুখ দেখবে ভারতের মহাকাশ গবেষণা। ইসরো প্রধান আরও বলেন, চন্দ্রযান ৩ ছিল একটি ল্যান্ডার মিশন। কিন্তু চন্দ্রযান ৪ হবে গেম চেঞ্জার মিশন। চন্দ্র পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে চন্দ্রযান ৪ । এছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই ISRO আমেরিকার তৈরি কমিউনিকেশন স্যাটেলাইট পাঠাতে চলেছে মহাকাশে । এই স্যাটেলাইটের ওজন ৬৫০০ কেজি! এই স্যাটেলাইট দেশীয় প্রযুক্তিতে তৈরি, ভারতের উৎক্ষেপণযান থেকেই মহাকাশে পাড়ি দেবে। এছাড়া অদূর ভবিষ্যতে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারতও।গগনযান মিশন ভারতকে মহাকাশে নতুন উচ্চতায় নিয়ে যাবে!
ছাত্রছাত্রীদের কী বার্তা ?
এদিন admissiontree.in এর অনুষ্ঠান কক্ষ ছিল সম্ভাবনাময় পড়ুয়াদের ভিড়ে ঠাসা। অনেকের চোখেই হয়ত শুভাংশু শুক্লর স্বপ্ন। চন্দ্রযান ৩ এর সাফল্য থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে শুভাংশু শুক্লর ১৮ দিন কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফেরা, বহু বিজ্ঞানমনস্ক পড়ুয়াকেই উৎসাহ জুগিয়েছে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ইসরো প্রধান জানালেন, এখন মহাকাশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা বা কাজ করার জন্য বিরাট ময়দান প্রস্তুত। সরকারও সুযোগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পেস-সেক্টর রিফর্মের কথা ঘোষণা করেছেন। ১০ বছর আগে পর্যন্ত ১ টাই স্টার্ট আপ কোম্পানি স্পেস এরিয়া নিয়ে কাজ করছিল। এখন ৩০০ রও বেশি স্টার্ট আপ স্পেস রিসার্চ নিয়ে কাজ করছে। বহু সুযোগ তৈরি হচ্ছে। তবে ইসরো প্রধানের অনুরোধ, ছাত্রছাত্রীরা যে-যে ক্ষেত্রেই কাজ করুক না কেন, দেশের উন্নতির জন্য কিছু করুক, যা আমাদের ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে সাহায্য করবে। সেই সঙ্গে অভিভাবকদেরও অনুরোধ, মহাকাশ গবেষণা নিয়ে ছেলেমেয়েদের উৎসাহ জোগানো ভাল, কিন্তু ওদের জোর করবেন না। ওদের নিজের ইচ্ছেমতো বিকশিত হতে দিন।
admissiontree.in সম্পর্কে
গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বহু স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্যের সুলুকসন্ধান দিয়ে আসছে admissiontree.in। এই সংস্থার উদ্যোগেই এক স্বতন্ত্র ভাবনার অনুষ্ঠানের সাক্ষী থাকল এই শহর। বুধবার সন্ধেয় admissiontree আয়োজিত অনুষ্ঠানে অংশ নিল সারা বাংলার কুড়িটি স্কুলের ছাত্রছাত্রীরা। দেখাল বিজ্ঞান নিয়ে তাঁদের বহুমুখী ভাবনা, সাক্ষর রাখল তাদের অনুসন্ধিৎসু মনের । শুধু পাঠ্যবইনির্ভর হয়ে তারা থাকেনি, বইয়ে পড়া বিজ্ঞান তারা করেছে আত্মস্থ। সেই প্রমাণই মিলল admissiontree.in র Futurescape 2047-এ।
Education Loan Information:
Calculate Education Loan EMI























