Jadavpur University: ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের
JU Student Death: বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে কথা বলতে চাইলেও উপাচার্য সময় দেননি বলে অভিযোগ পড়ুয়াদের।
কলকাতা: ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য বুদ্ধদেব সাউ। যাঁকে অন্তর্বর্তীকালীন হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে কথা বলতে চাইলেও উপাচার্য সময় দেননি বলে অভিযোগ পড়ুয়াদের। ছাত্ররা ডেপুটেশন দিতে চেয়েছিল, আমারও ব্যস্ততা আছে, প্রতিক্রিয়া অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের।
শনিবার প্রায় একমাস পর সাফাইকর্মীরা প্রবেশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে। গেট বন্ধ থাকায় আসতে পারেননি, কর্তৃপক্ষের তরফে আবেদন জানাতেই এসেছেন। তাতে যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে খালি মদের বোতল মিলেছে বলে জানা গিয়েছে। একমাস পর, সাফাই কর্মীরা পরিষ্কার করতে এসে প্রচুর মদের বোতল ও নেশার সামগ্রী উদ্ধার করেন। ১০ অগাস্ট, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে মেলে প্রচুর খালি মদের বোতল। তা নিয়ে বিতর্ক তৈরি হয়। দায়িত্বভার নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে সাফাই অভিযানে জোর দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এর পর আজ বিশ্ববিদ্যালের ওপেন এয়ার থিয়েটার থেকে উদ্ধার হল প্রচুর খালি মদের বোতল।
ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কমিশন। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তৃতীয় নোটিসে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। (Jadavpur University)
নিয়ে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাদের মধ্যে সংঘাতের আবহ টের পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে দ্বিতীয় নোটিসের যে উত্তর পাঠানো হয়েছিল, তাতে সন্তুষ্ট নয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। এমনকি উত্তরপত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এক্তিয়ার নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল, সেই নিয়েও ক্ষুব্ধ এবং বিস্মিত তারা (JU Student Death) ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI