Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, এই পদগুলিতে হবে নিয়োগ
Jobs In Kolkata: যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রজেক্টের জন্য প্রজেক্ট ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে।
Jobs In Kolkata: যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রজেক্টের জন্য প্রজেক্ট ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে। চুক্তিভিত্তিক এই পদে হবে নিয়োগ। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের চাকরির সংক্রান্ত যাবতীয় বিবরণ মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। পোস্টের বিবরণ সম্পর্কে সংক্ষে্পে জানতে নিচে দেখে নিন।
Jadavpur University Recruitment: কোন কোন পদে হচ্ছে নিয়োগ ?
Research Scholar -02
কোন বিভাগে নিয়োগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
প্রয়োজনীয় যোগ্যতা M.E./M.Tech বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি
নেট/সেট/গেটে সমমানের ডিগ্রি প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
পছন্দের যোগ্যতা
কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভালো জ্ঞান (C/C++/জাভা! পাইথন ইত্যাদি) প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা রয়েছে এমন
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ফেলোশিপে টাকা ৩১,০০০ ও সংস্থার অনুমোদন সাপেক্ষে ভাতা (যদি প্রযোজ্য হয়)
বয়স-সাক্ষাত্কারের তারিখ অনুসারে ২৮ বছরের বেশি নয় (SC/ST/OBC/PH/মহিলা প্রার্থীদের জন্য ৫ বছর পর্যন্ত শিথিল)
ওয়াক-ইন তারিখ ২৪ এপ্রিল, ২০২৩
ওয়াক-ইন ভেন্যু- বিভাগীয় কমিটি রুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
Junior Research Fellow: 01
কোন বিভাগে নিয়োগ: কেমিস্ট্রি বিভাগে নিয়োগ
এমএসসি ইন কেমিস্ট্রিতে অর্গানিক স্পেশ্যালাইজেশন নিয়ে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীর। NET অথবা GATE-এর
প্রয়োজনীয় নম্বর থাকতে হবে আবেদনকারীর।
বয়স-আবেদনের তারিখ অনুযায়ী ২৮ বছর, ভারত সরকারের নিয়ম অনুযায়ী SC/ST/OBC আবেদনকারীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
পছন্দসই যোগ্যতা
আদর্শ প্রার্থীর সিন্থেটিক কেমিস্ট্রির জন্য একটি ল্যাবে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফেলোশিপ প্রতি মাসে ৩১,০০০ টাকা + ২৪ শতাংশ HRA
সাক্ষাত্কারের তারিখ অনুসারে বয়স ২৮ বছরের বেশি নয় (SC/ST/OBC/PH/মহিলা প্রার্থীদের জন্য ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
ওয়াক-ইন ইন্টারভিউ -১৩ এপ্রিল, ২০২৩
ওয়াক-ইন ভেন্যু- পিজি-সায়েন্স বিল্ডিংয়ের তৃতীয় তলায়, রসায়ন বিভাগ (সেমিনার রুম অর্গানিক সেকশন), যাদবপুর বিশ্ববিদ্যালয়
Research Associate-01
কোন বিভাগে নিয়োগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
প্রয়োজনীয় যোগ্যতা: প্রার্থীর পিএইচডি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি অথবা সায়েন্স
সিটেশন ইনডেক্সড জার্নালে কমপক্ষে একটি গবেষণাপত্র সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে এম. টেক/এমই
ডিগ্রির পর তিন বছরের গবেষণা, শিক্ষাদান, ডিজাইন ও ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।
মেডিকেল ইমেজ প্রসেসিং, ডেটা সংগ্রহ, প্যাটার্ন রিকগনিশন, ডিপ লার্নিং এবং প্রকল্পের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলিতে জ্ঞান সহ পছন্দসই যোগ্যতা
প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।
ফেলোশিপ বেসিক ফেলোশিপের একত্রিত পরিমাণ ৪৭,০০০ টাকা। এ ছাড়াও ১১,২৮০ (বেসিক ফেলোশিপের ২৪ শতাংশ) HRA (২৪শতাংশ),
অর্থাৎ, মোট টাকা প্রতি মাসে ৫৮,২৮০।
ওয়াক-ইন তারিখ ১৮ এপ্রিল, ২০২৩
ওয়াক-ইন ভেন্যু বিভাগীয় কমিটি রুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়
Education Loan Information:
Calculate Education Loan EMI