JEE Main Answer Key: আজই প্রকাশ পাবে জয়েন্ট এন্ট্রান্স মেনসের ফাইনাল আন্সার কি, কখন থেকে, কীভাবে দেখা যাবে ?
JEE (Main) Answer Key 2025: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫-এর সেশন ২-এর চূড়ান্ত আন্সার কি আজ প্রকাশ পাবে।

JEE Mains: জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫ পরীক্ষার সেশন ২-এর লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। তাদের জন্য বড় খবর এসেছে। দীর্ঘ অপেক্ষার পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে আজ ১৮ এপ্রিল চূড়ান্ত আনসার কি প্রকাশ (JEE Main Answer Key) হতে চলেছে। আর একইসঙ্গে জানা গিয়েছে কবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। যে সকল শিক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স মেনসের চূড়ান্ত ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য স্বস্তির খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্পষ্ট করে দিয়েছে যে আগামীকাল ১৯ এপ্রিল ফলাফল প্রকাশ পাবে আর আজ ১৮ এপ্রিল দুপুর ২টোর সময় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হবে। জয়েন্ট এন্ট্রান্স মেনসের অফিসিয়াল ওয়েবসাইটে এই আনসার কি দেখা যাবে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫-এর সেশন ২-এর চূড়ান্ত আনসার কি আজ দুপুর ২টোর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে (JEE Main Answer Key) পাওয়া যাবে এবং সেগুলি পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন। আর এও জানানো হয়েছে যে আগামীকাল ১৯ এপ্রিল প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫-এর সেশন ২-এর চূড়ান্ত ফলাফল। আর এই কারণে সমস্ত পড়ুয়াদের নিয়মিতভাবে ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে যাতে কোনও আপডেট মিস না হয়। jeemain.nta.ac.in ওয়েবসাইটেই দেখা যাবে চূড়ান্ত আনসার কি এবং ফলাফল।
আশা করা হচ্ছিল ১৭ এপ্রিল প্রকাশ পাবে আনসার কি
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে আগে সমস্ত পরীক্ষার্থীরা অনুমান করেছিল যে গতকাল ১৭ এপ্রিল এই চূড়ান্ত আনসার কি প্রকাশ পাবে। কিন্তু তা হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ফলাফল ও চূড়ান্ত ফল প্রকাশের একটি আলাদা তারিখ ঘোষণা করা হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে এবার অপেক্ষার অবসান ঘটবে।
কীভাবে করবেন ডাউনলোড
পরীক্ষার্থীদের এই চূড়ান্ত আনসার কি ডাউনলোড করতে গেলে jeemain.nta.ac.in ওয়েবসাইটে যেতে হবে। আবার এই ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা ফলাফলও জানতে পারবেন। ফলাফল এবং আনসার কি ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিজেদের আবেদনপত্রের নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার দুটি সেশনেই এই বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে শীর্ষস্থান অর্জনকারীরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
