UGC NET 2025 Exam: এবছর UGC NET জুন মাসের পরীক্ষা কবে শুরু? আবেদনের শেষ তারিখ কবে?
UGC NET 2025: আবেদনকারীদের অতি অবশ্যই মাস্টার ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

UGC NET 2025 Exam: ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষার (UGC NET 2025 June Exam) নোটিফিকেশন প্রকাশ করেছে এনটিএ (NTA), ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইউজিসি নেট পরীক্ষা হয়ে থাকে। এছাড়াও 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাসিসট্যান্ট প্রফেসর' এই পদে নিযুক্ত হওয়ার জন্যও প্রার্থীদের যোগ্যতা নির্বাচন করা হয় এই ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমেই। যাঁরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করবেন, তাঁরা সবার আগে এনটিএ দ্বারা প্রকাশিত বুলেটিন ভালভাবে পড়ে নেবেন। কারণ যাবতীয় খুঁটিনাটি তথ্য সেখানেই দেওয়া রয়েছে। পরীক্ষা পদ্ধতি, আবেদনকারীদের যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ওই বুলেটিনে। প্রার্থীরা কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষার জন্য। অন্য কোনও মাধ্যমে অ্যাপ্লিকেশম ফর্ম গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা থাকবে ১৬ এপ্রিল, ২০২৫ থেকে ৭ মে, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) পর্যন্ত
- অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ - ৮ মে, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)
- কারেকশন উইন্ডো খোলা থাকবে- ৯ মে থেকে ১০ মে, ২০২৫ পর্যন্ত
- অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা এনটিএ- এর অফিশিয়াল ওয়েবসাইটে পরে ঘোষণা করা হবে
- পরীক্ষার দিন- ২১ জুন, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৫
- রেজাল্টের দিন পরবর্তীতে ঘোষণা করা হবে
ইউজিসি নেট পরীক্ষার পরিকাঠামো কেমন হবে
- ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষায় কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি ফরম্যাটে পরীক্ষা নেওয়া হবে। দুটো পর্বে পরীক্ষা হবে।
- পেপার ১- টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, সাধারণ জ্ঞান- এগুলি যাচাই করা হবে এই পর্বের পরীক্ষায়।
- পেপার ২- সাবজেক্ট স্পেসিফিক পেপার, এখানে পরীক্ষার্থী পছন্দের বিষয় বেছে নেওয়া সুযোগ পাবেন।
- দুটো পর্বের পরীক্ষাতেই মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন বা এমসিকিউ প্রশ্ন থাকবে। এই দুই পর্বের পরীক্ষার মাঝে কোনও বিরতি থাকবে না।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা
শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীদের অতি অবশ্যই মাস্টার ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। মাস্টার ডিগ্রি করা না থাকলে সমতুল্য কোনও পরীক্ষা দিতে হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে।
বয়সের সীমাবদ্ধতা - জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে বয়স ৩০ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। এই বয়স ধার্য করা হবে ১ জুন, ২০২৫ অনুসারে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। অন্যদিকে অ্যাসিসট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। এনটিএ- এর https://ugcnet.nta.ac.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে।
এক্সামিনেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
- জেনারেল বা অসংরক্ষিত শ্রেণির আবেদনকারী - ১১৫০ টাকা
- ইকোনমিকালি উইকার সেকশন / ওবিসি - এনসিএল - ৬০০ টাকা
- তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, তৃতীয় লিঙ্গ - ৩২৫ টাকা
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
