এক্সপ্লোর
Advertisement
JEE Main, NEET Exam Dates: জেইই (মেইন) পরীক্ষা ১ থেকে ৬ সেপ্টেম্বরই, নিট ১৩ সেপ্টেম্বর, জানিয়ে দিল এনটিএ
JEE Main, NEET Exam Dates Confirmed: দুটি পরীক্ষা করোনাভাইরাস সংক্রমণের আবহে না করার দাবিতে শোরগোল, প্রতিবাদ হয়েছে। এমনকী পরীক্ষাগুলি যাতে দীপাবলীর পরই হয়, সেজন্য আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্য়ম স্বামী।
নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই (মেইন) পরীক্ষা হতে চলেছে ১ থেকে ৬ সেপ্টেম্বরই। ১৩ সেপ্টেম্বর হচ্ছে নিট (ইউজি) পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ একথা জানিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ন্য়াশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ( এনইইটি) ও জেইই পরীক্ষা পূর্বঘোষিত সূচি মেনে সেপ্টেম্বরেই হবে। দিন পিছনোর কোনও প্রশ্নই নেই। দুটি পরীক্ষা করোনাভাইরাস সংক্রমণের আবহে না করার দাবিতে শোরগোল, প্রতিবাদ হয়েছে। এমনকী পরীক্ষাগুলি যাতে দীপাবলীর পরই হয়, সেজন্য আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্য়ম স্বামী। কিন্তু পরীক্ষা পিছনোর সম্ভাবনা বাতিল করে এনটিএ বিবৃতিতে বলেছে, এই প্রেক্ষাপটে প্রথমবার জানানো হচ্ছে, কোভিড-১৯ অতিমারীর জেরে জেইই (মেইন) পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের শহর বদলের জন্য় ৫ বার সুযোগ দেওয়া হয়েছে। মোট ৬৬১৯১১ জন প্রার্থী এই সুযোগ পেয়েছেন, তাঁদের সর্বশেষ (সংশোধিত) অপশনের ভিত্তিতে কেন্দ্র বাছাইয়ের সুযোগ দেওয়া হয়েছে। এনটিএ জেইই (মেইন) পরীক্ষার অ্যাডমিট কার্ডও প্রকাশ করেছে। সেই পরীক্ষা হওয়ার কথা ১ থেকে ৬ সেপ্টেম্বর। ৬৪৯২২৩ জন পরীক্ষার্থী তা ডাউনলোড করেছেন।
পরীক্ষা পিছনোর আবেদনে সুপ্রিম কোর্টেও পিটিশন জমা পড়েছিল। কিন্তু তা নাকচ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কোভিড-১৯ অতিমারীর মধ্যেই জীবন থেমে থাকবে না, এগিয়ে যেতে হবে। এনটিএ-ও সুপ্রিম কোর্টের ১৭ আগস্টের রায়ের উল্লেখ করে জেইই , নিট পরীক্ষা বাতিল বা পিছনোর আবেদন খারিজ হওয়ার বিষয়টি জানিয়েছে। রাজ্যগুলিকেও তারা আবেদন করেছে, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো, যাবতীয় বন্দোবস্ত করতে তারা যেন ব্যবস্থা নেয়। আইনশৃঙ্খলা, বিদ্যুত সরবরাহ, পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে লোকজনের জমায়েত নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে বলেছে। পরীক্ষার্থীদেরও শুভেচ্ছা জানিয়েছে এনটিএ।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement