JEE-Main Postponed: পিছিয়ে গেল জয়েন্টের মেন সেশন ২-এর পরীক্ষা, আগামীকাল পাবেন অ্যাডমিট কার্ড
JEE Main Session 2 Update: পিছিয়ে গেল জয়েন্টের মেন পরীক্ষা (JEE Main Session 2)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, আগামী ২৫ জুলাই হবে এই পরীক্ষা।
JEE Main Session 2 Update: পিছিয়ে গেল জয়েন্টের মেন পরীক্ষা (JEE Main Session 2)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, আগামী ২৫ জুলাই হবে এই পরীক্ষা। বুধবারই নতুনভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে এনটিএ।
JEE Main Session 2: কোথায় পাবেন অ্যাডমিট কার্ড ?
আগামীকাল jeemain.nta.nic.in - এ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রার্থীদের সর্বশেষ আপডেটের জন্য www.nta.ac.in ও jeemain.nta.nic.in -এর অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
JEE Main Session 2: দেশের ৫০০ শহরে হবে পরীক্ষা
সারা দেশে প্রায় ৫০০টি শহরে ও ভারতের বাইরে ১৭টি শহরে প্রায় ৬,২৯,৭৭৮ জন প্রার্থী পরীক্ষা দেবেন। প্রার্থীরা তাদের আবেদনের নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে JEE প্রধান প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
JEE Main Session 2: কীভাবে JEE মেইনস অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ?
1 প্রথমে ভিজিট করুন jeemain.nta.nic.in-এ
2 এবার হোম পেজে সেশন 2 অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন।
3 শেষে আপনার রোল নম্বর ও জন্ম তারিখ দিন।
4 এখানে সাবমিটে ক্লিক করুন।
JEE Main Session 2: পরীক্ষার আগে কী কী বিষয় মাথায় রাখবেন ?
যারা প্রথমবার জেইই মেইনে বসছেন তাদের জানা উচিত, জেইই মেইন অ্যাডমিট কার্ডে একটি 'সেলফ ডিক্লারেশন ফর্ম' থাকতে পারে। ফর্মে তাদের সাম্প্রতিক স্বাস্থ্য ও ভ্রমণের ইতিহাস সম্পর্কে জানাতে হয়। পরীক্ষা কেন্দ্রে একজন পরিদর্শকের উপস্থিতিতে তাদের সেখানে স্বাক্ষর করতে হবে। NTA জানিয়েছে, প্রার্থীদের প্রশ্নপত্রে উল্লিখিত বিষয়-নির্দিষ্ট নির্দেশাবলী ও অন্যান্য নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া গাইডলাইন অনুসরণ করতে হবে সব পরীক্ষার্থীকে। তবেই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় উত্তর পেয়ে যাবেন তাঁরা।
আরও পড়ুন : Passport Update: পাসপোর্ট ছিঁড়ে গেলে বড় সমস্যা, সমাধান কী জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI