JEE Main 2024 Result: জয়েন্টের ফাইনাল অ্যানসার কি প্রকাশিত, আজ কখন ফল ঘোষণা ? কীভাবে দেখবেন ?
JEE Main Session 1 2024 Result How to Check: জয়েন্টের ফাইনাল অ্যানসার কি সাইটে প্রকাশিত হয়ে গিয়েছে। আজই ফল ঘোষণা হতে চলেছে। কীভাবে দেখবেন।
![JEE Main 2024 Result: জয়েন্টের ফাইনাল অ্যানসার কি প্রকাশিত, আজ কখন ফল ঘোষণা ? কীভাবে দেখবেন ? JEE main session 1 2024 result out today know how and when to check other details JEE Main 2024 Result: জয়েন্টের ফাইনাল অ্যানসার কি প্রকাশিত, আজ কখন ফল ঘোষণা ? কীভাবে দেখবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/bd5b005aa16ddbe46906e70701c8c8e21707726825750928_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ (JEE main session 1 result) আজই হতে চলেছে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এনটিএ-এর মূল ওয়েবসাইটে গিয়ে জয়েন্টের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে রেজাল্ট। এর আগে ৬ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৪ সেশন ১-এর প্রভিসিনাল অ্যানসার কি (provisional answer key) প্রকাশ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। অ্যানসার চ্যালেঞ্জের জন্য দুই দুন সময় দিয়েছিল এনটিএ। তাদের সাইটে গিয়ে এর জন্য আবেদন করতে বলা হয়েছিল। সেই প্রক্রিয়া শেষ হতে আজ ফাইনাল অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। এবার ফলপ্রকাশের ঘোষণা করল এনটিএ। আজ পেপার ১-এর রেজাল্ট বার করা হবে বলে জানিয়েছে এনটিএ। চলতি বছর কমবেশি ১২ লাখ পড়ুয়া জয়েন্টের প্রথমপত্রের পরীক্ষা দিয়েছিল।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের সময় ((JEE main session 1 result time)
এখনও কোনও নির্দিষ্ট সময় জানায়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে মনে করা হচ্ছে, বিকেলের দিকে ৫টা নাগাদ ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এর জন্য মাঝে মাঝেই এনটিএ-এর অফিসিয়াল সাইট চেক করতে হবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল দেখবেন কীভাবে (how to check JEE main session 1 result) ?
- জয়েন্ট এন্ট্রান্সের মূল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখান থেকে সেশন ১ স্কোর কার্ড ডাউনলোড লিঙ্কে যেতে হবে।
- এবার নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।
- লগইন করলেই রেজাল্টের ড্য়াশবোর্ড খুলে যাবে।
- সেখান থেকে দেখে নিতে হবে নিজের রেজাল্ট।
জয়েন্ট এন্ট্রান্সের ফাইনাল অ্যানসার কি ((JEE main session 1 final answer key) প্রকাশ
জয়েন্ট এন্ট্রান্সের ফাইনাল অ্যানসার কি প্রকাশ করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বি.ই ও বি.টেক দুটো পরীক্ষার জন্যই তা প্রকাশ করা হয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি প্রভিসনাল অ্যানসার কি প্রকাশিত হয়। এর পর তা চ্যালেঞ্জ করার জন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। যদিও পরে সেটি রিশিডিউল করা হয়েছে।
কীভাবে নম্বর দেওয়া হচ্ছে এবারের জয়েন্ট এন্ট্রান্সে (JEE main marking system) ?
ন্য়াশনাল টেস্টিং এজেন্সির তরফে দুটি নম্বর দেওয়া হবে। একটি তার মধ্যে এনটিএ স্কোর। অন্যটি পরীক্ষার্থীর পাওয়া নম্বরের ভিত্তিতে একটি পার্সেন্টাইল (Percentile) হিসেব। স্কোরকার্ডের সঙ্গেই বাকি তথ্য দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - JEE Main Exam 2024: JEE Main-এর Answer Key প্রকাশ করল NTA, কীভাবে চ্যালেঞ্জ করা যাবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)