JEE Mains Admit Cards: সর্বভারতীয় জয়েন্ট (মেইন) প্রবেশিকা ২০২০ অ্যাডমিট কার্ড প্রকাশিত ওয়েবসাইটে, জেনে নিন কী করে ডাউনলোড করবেন
Download JEE Main Admit Card: আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর নেওয়া হবে জেইই মেইন ২০২০ প্রবেশিকা পরীক্ষা
নয়াদিল্লি: ওয়েবসাইটের মাধ্যমে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা (মেইন) ২০২০-র অ্যাডমিট কার্ড বণ্টন শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
যাঁরা জেইই মেইন ২০২০ প্রবেশিকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁরা jeemain.nta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রসঙ্গত, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর নেওয়া হবে জেইই মেইন ২০২০ প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা।
কী করে ডাউনলোড করবেন জয়েন্ট মেইন অ্যাডমিট কার্ড ২০২০ করবেন?
১. সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকার সরকারি ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ যান।
২. হোমপেজে জেইই মেইন অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন
৩. ওই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পাতায় যাবেন।
৪. সেখানে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে।
৫. আপনার স্ক্রিনে জেইই মেইন অ্যাডমিট কার্ড চলে আসবে।
৬. অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্টআউট বের করে রাখুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI