Railway Job News: ভারতীয় রেলে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ, কোন পদে দেওয়া হবে চাকরি?
Job News: আবেদনকারীদের ম্যাট্রিক/দশম শ্রেণি কিংবা তার সমতুল্য কোনও পরীক্ষা যা ১০+২ এক্সামিনেশন সিস্টেমের আওতায় সেটি উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে।

Railway Job News: ইস্ট-সেন্ট্রাল রেলওয়েতে চাকরির সুযোগ। শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট rrcecr.gov.in - এর মাধ্যমে আবেদন কমা দেওয়া যাবে। মোট ১১৫৪টি শূন্যপদ রয়েছে। ২৫ জানুয়ারি শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন সেই তালিকা
- দানাপুর ডিভিশন - ৬৭৫টি শূন্যপদ
- ধানবাদ ডিভিশন - ১৫৬টি শূন্যপদ
- পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় ডিভিশন - ৬৪টি শূন্যপদ
- সোনপুর ডিভিশন - ৪৭টি শূন্যপদ
- সমস্তিপুর ডিভিশন - ৪৬টি শূন্যপদ
- Plant Depot/পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় - ২৯টি শূন্যপদ
- Carriage Repair Workshop/ Harnaut - ১১০টি শূন্যপদ
- মেকানিক্যাল ওয়ার্কশপ।সমস্তিপুর- ২৭টি শূন্যপদ।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া জরুরি, দেখে নিন
আবেদনকারীদের ম্যাট্রিক/দশম শ্রেণি কিংবা তার সমতুল্য কোনও পরীক্ষা যা ১০+২ এক্সামিনেশন সিস্টেমের আওতায় সেটি উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। অনুমোদন প্রাপ্ত স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও আইটিআই ডিগ্রি থাকা দরকার। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (১ জানুয়ারি, ২০২৫ অনুসারে)।
যোগ্য প্রার্থীদের আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে বেছে নেওয়া হবে
ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ক্ষেত্রে নিযুক্ত হওয়া হয় মেধাতালিকা তৈরি হবে আবেদনকারীদের প্রাপ্ত নম্বর অনুসারে। দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমতুল্য গুরুত্ব দেওয়া হবে আইটিআই- তে প্রাপ্ত নম্বরের উপরেও। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। নাহলে আবেদন করা যাবে না।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড থাকলে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকা জমা দেওয়া যাবে। কেবলমাত্র অনলাইন মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন- সিআইএসএফ- এ নিয়োগ, কোন কোন পদে রয়েছে চাকরির সুযোগ? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
আরও পড়ুন- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন ব্যাঙ্কে হবে নিয়োগ? শূন্যপদ কত?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
