Job News: সিআইএসএফ- এ নিয়োগ, কোন কোন পদে রয়েছে চাকরির সুযোগ? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Jobs And Recruitments: সিআইএসএফ- এর এই নিয়োগের জন্য আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা দিতে হবে স্বীকৃতি প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত কোনও বোর্ড থেকে।

Job News: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ- নিয়োগ করতে চলেছে। কনস্টেবল এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন cisfrectt.cisf.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমে। মোট ১১২৪টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে ৩ ফেব্রুয়ারি থেকে এবং তা চলবে ৪ মার্চ পর্যন্ত। একটিই আবেদনপত্র জমা দিতে হবে আবেদনকারীদের। একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ডিসিপিও- পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। ওই একটি আবেদনপত্রেই আবেদনকারী তাঁদের প্রথম এবং দ্বিতীয় পছন্দের উল্লেখ (দু'ধরনের নিয়োগের মধ্যে যেটা ইচ্ছে আগে এবং পরে রাখতে পারবেন) করতে পারবেন। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে ফাইনাল প্রেফারেন্স বসিয়ে দিতে হবে। একবার জমা দিয়ে দিলে আর পরিবর্তন করা যাবে না।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন তালিকা
১। কনস্টেবল/ড্রাইভার - ডিরেক্ট - ৮৪৫টি শূন্যপদ রয়েছে
২। কনস্টেবল/ (ড্রাইভার কাম পাম্প অপারেটর) (যেমন- দমকল বাহিনীর চালক) - ২৭৯টি শূন্যপদ রয়েছে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া জরুরি, জেনে নিন
সিআইএসএফ- এর এই নিয়োগের জন্য আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা দিতে হবে স্বীকৃতি প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত কোনও বোর্ড থেকে। আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে দেখে নিন একনজরে
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট/ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট/ডকুমেন্টেশন/ট্রেড টেস্ট/লিখিত পরীক্ষা/শারীরিক পরীক্ষা - এইসব পর্যায়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। এটি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হতে চলেছে। অতএব আবেদনকারীদের কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। ইংরেজি এবং হিন্দি ভাষায় পরীক্ষার আয়োজন করা হবে।
আরও পড়ুন- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন ব্যাঙ্কে হবে নিয়োগ? শূন্যপদ কত?
আরও পড়ুন- স্টেট ব্যাঙ্কে নিযুক্ত হবে ক্লার্ক, কবে হতে পারে পরীক্ষা?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















