Job News: ইন্ডিয়ান অয়েলে নিয়োগ, সাড়ে চারশোর বেশি শূন্যপদ, কোন পদে মিলবে সুযোগ?
Jobs And Recruitments: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড শিক্ষানবিশ পদে নিযুক্ত করতে চলেছে। মোট শূন্যপদ রয়েছে ৪৫৭টি। ১০ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।
Job News: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (IOCL) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ হতে চলেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবে। আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট iocl.com - এ গিয়ে আবেদন জানানো যাবে। মোট ৪৫৭টি শূন্যপদ রয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। আবেদনকারীদের অতি অবশ্যই ইন্ডিয়ান অয়েল পাইপলাইনস পোর্টালে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেরে নিতে হবে। Indian Oil Pipelines- এর পোর্টালের লিঙ্ক https://plapps.indianoilpipelines.in/ ।
আবেদনকারীদের বয়স কত হওয়া প্রয়োজন
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (২৮ ফেব্রুয়ারি, ২০২৫ অনুসারে)। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন তার যাবতীয় বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে। জানা গিয়েছে, আবেদনকারীদের অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ হতে চলেছে ১২ মাস অর্থাৎ এক বছরের। যেদিন থেকে শিক্ষানবিশ পদে নিযুক্ত হবেন, তারপর থেকে ১২ মাস চলবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং।
আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংস্থা
মেধাতালিকার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বেছে আইওসিএল কর্তৃপক্ষ। এই মেধাতালিকা তৈরি করা হবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তার ভিত্তিতে। অর্থাৎ একজন আবেদনকারী কতটা আইওসিএল সংস্থার দেওয়া ক্রাইটেরিয়ার কতটা পূরণ করেছেন তার ভিত্তিতে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোয়ালিফিকেশন যাওয়া হয়েছে, সেখানে আবেদনকারীরা যা নম্বর পেয়েছেন, তার শতাংশ বেশি থেকে কম ক্রমান্বয়ে সাজানো হবে মেধাতালিকায়।
যদি মেধাতালিকায় ২ জন প্রার্থীর একই র্যাঙ্ক আসে, তাহলে যাঁর বয়স বেশি তাঁকে বেছে নেওয়া হবে। একই জন্মতারিখ হলে, যাঁর প্রাপ্ত নম্বর বেশি তিনি সুযোগ পাবেন। কোনও লিখিত পরীক্ষা কিংবা ব্যক্তিগত ইন্টারভিউ রাউন্ড থাকবে না।
এছাড়াও আইওসিএল কর্তৃপক্ষ জুনিয়র অপারেটর-সহ একাধিক পদের জন্য কর্মী নিযুক্ত করতে চলেছে। শুরু হয়েছে আবেদনপ্রক্রিয়া। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আইওসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইট iocl.com - এখানে গিয়ে আবেদন করা যাবে। ২৪৬টি শূন্যপদ রয়েছে। ৩ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে।
আরও পড়ুন- ভারত পেট্রোলিয়ামে চাকরি করতে চান ? এই ২ পদে চলছে নিয়োগ, বেতন ১.২০ লাখ পর্যন্ত
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















