SEBI Recruitment: অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে SEBI , শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Job News: অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে SEBI কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৮ নভেম্বর।

SEBI Recruitment: SEBI অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অফিসার গ্রেড এ পদে নিয়োগ করতে চলেছে। যোগ্য আবেদনকারীরা অনলাইনেই কেবলমাত্র আবেদন করতে পারবেন। SEBI - র অফিশিয়াল ওয়েবসাইট sebi.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ১১০টি শূন্যপদ পূরণ করা হবে। অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে SEBI কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৮ নভেম্বর। এরপরে ফেজ ১ শুরু হবে ১০ জানুয়ারি, ২০২৬ থেকে। আর ফেজ ২ শুরু হবে ২১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে।
আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
আবেদনকারীর বয়স ৩০ বছরের বেশি হওয়া চলবে না। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ অনুসারে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা দেখা হবে। আবেদনকারীর জন্ম ১ অক্টোবর, ১৯৯৫ সালের আগে হওয়া চলবে না। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।
অ্যাপ্লিকেশন ফি, কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে, দেখে নিন
অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা ধার্য হয়েছে। সঙ্গে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য হয়েছে। সঙ্গে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। বাকি যাবতীয় তথ্য SEBI- র অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারবেন আবেদনকারীরা।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
তিনটি পর্যায়ে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে। প্রথম পর্যায়ে অনলাইন পরীক্ষা নেওয়া হবে যেখানে দুটো ভাগে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন তাঁরাই দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হবেন। এই দ্বিতীয় পর্যায়েও অনলাইন পরীক্ষা হবে, দুটো পেপারের। দ্বিতীয় পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই ডাক পাবেন তৃতীয় পর্যায়ের ইন্টারভিউয়ের জন্য। এটিই চূড়ান্ত পর্ব।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন
- জেনারেল -৫৬টি শূন্যপদ
- লিগাল- ২০টি শূন্যপদ
- ইনফরমেশন টেকনোলজি- ২২টি শূন্যপদ
- রিসার্চ- ৪টি শূন্যপদ
- অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ- ৩টি শূন্যপদ
- ইঞ্জিনিয়ারিং- ৫টি শূন্যপদ
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















