Job News: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SRF নিয়োগ, মাসে ৩৫ হাজার পর্যন্ত বৃত্তি- কীভাবে আবেদন ?
JRF Recruitment: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোর্ডের আর্থিক সহায়তায় গবেষণা প্রকল্পের জন্য সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ (Presidency University Recruitment 2024) হবে।
JRF Recruitment: কলকাতার এক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোর্ডের (SERB Project) আর্থিক সহায়তায় একটি গবেষণা প্রকল্পের (Presidency University Recruitment 2024) জন্যেই মূলত একজন সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। মূলত বিজ্ঞান শাখার প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। দেখে নিন কী যোগ্যতা লাগবে এবং কীভাবেই বা আবেদন করবেন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোর্ডের আর্থিক সহায়তায় একটি গবেষণা প্রকল্পের জন্য সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ (Presidency University Recruitment 2024) করা হবে, এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিগত ২৮ জুন ২০২৪ তারিখে। একজন SRF নেওয়া হবে, ফলে শূন্যপদ মাত্র একটি। এক্ষেত্রে কোনও পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই করা হবে এই নিয়োগ।
বিজ্ঞান শাখায় যে কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আবেদনকারী প্রার্থীর এবং মাস্টার্সে তাঁকে ন্যূনতম ৫৫ শতাংশের বেশি নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়া তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ওরফে NET-LS পাশ করে থাকতে হবে। আর তারই সঙ্গে দু বছরের গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে তাঁর।
এই গবেষণা প্রকল্পের নাম 'Functional inter-connection between WISH and cell-wall biosynthesis/remodelling pathway in rice blast fungus'। গবেষণা কর্মটি চলবে ৭ মাস ব্যাপী। এজন্য নির্বাচিত প্রার্থীকে মাসিক ৩১ হাজার টাকা বৃত্তি এবং ২৪ শতাংশ HRA অর্থাৎ বাড়ি ভাড়া দেওয়া হবে। ফলে প্রার্থীর মোট বৃত্তির অঙ্ক দাঁড়াবে ৩৮,৪৪০ টাকা।
এই সিনিয়র রিসার্চ ফেলো পদের (Presidency University Recruitment 2024) জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে হবে প্রার্থী নিয়োগ। আগামী ৯ জুলাই ২০২৪ সকাল ১১টার সময় নির্ধারিত হয়েছে ইন্টারভিউর সময়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে হবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। ইন্টারভিউতে আসার জন্য কোনও TA বা DA দেওয়া হবে না। আগ্রহী প্রার্থীরা তাদের সিভি নির্ধারিত ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। ইন্টারভিউর সময় প্রার্থীকে অবশ্যই সমস্ত অ্যাকাডেমিক নথি অরিজিনাল এবং একটি করে ফোটোকপি সঙ্গে রাখতে হবে। সমস্ত মার্কশিট এবং আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন: Success Story: ডাক্তারি ছেড়ে সফল IAS, প্রথম প্রয়াসেই UPSC-তে দ্বিতীয় ! কীভাবে সাফল্যের শীর্ষে রেণু ?
Education Loan Information:
Calculate Education Loan EMI